খেলা-ধূলা
ব্রিটিশ পার্লামেন্টে সংবর্ধিত সৌরভ, গর্বের দিন বলছেন মহারাজ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চরম টালবাহানার মধ্যে রয়েছে ব্রিটেনের রাজনীতি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বরিশ জনসন। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক ভারতীয়। ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। আর সেই ব্রিটেন সরকারের পার্লামেন্টে সংবর্ধিত হলেন আরেক বাঙালি সৌরভ গঙ্গোপাধ্যায়। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের কুড়ি বছর পূর্তি উপলক্ষে বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধিত করল ব্রিটিশ পার্লামেন্ট। ক্রিকেটের মক্কায় ভারতীয় অধিনায়ক তথা এক বাঙালির এই সম্মান অবশ্যই দেশের কাছে গর্বের দিন।
২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৫ রান তাড়া করতে নেমে সৌরভ, মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের ঝোড়ো হাফসেঞ্চুরি ভারতের জয়ের আশাকে উজ্জ্বল করেছিল। আর কাইফ ও জাহির খান জয়সূচক রান নেওয়ার পরই লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ। সেই দৃশ্য ভারতীয় ক্রিকেটে এক অমর গাথা হয়ে রয়েছে। আপামর ভারতীয় ও বাঙালির অনুপ্রেরণার পাকাপাকি বিজ্ঞাপন হয়ে রয়েছে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই জার্সি খুলে ওড়ানোর দৃশ্য। সৌরভকে ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধনা জানানোয় কুড়ি বছর পর ভারতীয় ক্রিকেট পাগলদের মনে সেই দৃশ্য আবারও টাটকা হয়ে উঠল।
গত সপ্তাহেই ইংল্যান্ডে নিজের ৫০তম জন্মদিন সেলিব্রেট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বন্ধুবান্ধব, পরিবারকে নিয়ে গিয়েছিলেন লর্ডসের সেই ঐতিহাসিক ব্যালকনিতেও। এখনও লন্ডনেই রয়েছেন বিসিসিআই সভাপতি। ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে এই সংবর্ধনা পাওয়ার পর সৌরভ বলেছেন, ‘একজন বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত। এই সম্মান দেওয়ার কথা ওরা আমাকে ৬ মাস আগেই জানিয়েছিল। প্রতিবছরই ব্রিটিশ পার্লামেন্ট এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারের সম্মানের জন্য আমাকে মনোনীত করায় আমি গর্বিত। সোশ্যাল মিডিয়ায় ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের কুড়ি বছর উপলক্ষে অনেকেই অনেক কিছু পোস্ট করেছে। সেগুলো দেখে একটু নস্টালজিক হয়ে পড়ছিলাম। দেখতে দেখতে কুড়িটা বছর কেটে গেল। ইংল্যান্ডকে হারানোটা সব সময়ই আনন্দের। বর্তমান ভারতীয় দলও সেই কাজ করছে। টি-টোয়েন্টি সিরিজ জেতার পর, এবার একদিনের সিরিজেও এগিয়ে রয়েছে ভারতীয় দল।’