খেলা-ধূলা
ধোনির পরিবারে দুই নতুন সদস্য! জোড়া ছাগল বাড়িতে নিয়ে এলেন মাহি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহেন্দ্র সিং ধোনির পশু-পাখি প্রেমের কথা সকলেরই জানা। রাঁচির কাছেই তাঁর বিশাল খামার বাড়িতে রয়েছে একাধিক কুকুর, ঘোড়া ও অসংখ্য পাখি। এবার ধোনির পোষ্যের তালিকায় যুক্ত হল দু’টি ছাগল! সম্প্রতি ধোনি নাকি দু’টি ছাগল কিনে নিয়ে বাড়িতে এসেছেন। অন্তত এমনটাই দাবি করেছেন তাঁর স্ত্রী সাক্ষী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দু’টি সাদা ছাগলের ছবি পোস্ট করেছেন সাক্ষী। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনির ফার্ম হাউসের বাগানে ঘুরে বেড়াচ্ছে সাদা ছাগল দু’টি। বেশ কিছুদিন ধরেই ধোনি কড়কনাথ মুরগির চাষ শুরু করেছেন তাঁর ফার্ম হাউসে। মধ্যপ্রদেশ থেকে এই বিশেষ ধরনের মুরগি নিয়ে এসেছেন তিনি। সাক্ষী জানিয়েছেন, এই দু’টি ছাগলকেও মধ্যপ্রদেশ থেকেই নিয়ে আসা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও চুটিয়ে আইপিএল খেলছেন ধোনি। অবসর নিয়ে যতই জল্পনা চলুক না কেন, আগামী আইপিএলেও খেলবেন বলে জানিয়ে দিয়েছেন মাহি। আইপিএল শেষ হওয়ার পরই ধোনি বলেছেন, ‘আগামী বছরের আইপিএলেও আমি খেলব। চেন্নাইয়ের সমর্থকদের ধন্যবাদ না জানিয়ে আমার বিদায় নেওয়াটা ঠিক হবে না।’ এবারের আইপিএল-এ তাঁর দল চেন্নাই সুপার কিংস খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেন্নাইকে। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি। তাঁর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। কিন্তু দলের খারাপ পারফরমেন্সের জন্য টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। এবং আবারও নেতৃত্বের ব্যাটন আসে ধোনির হাতেই।