খেলা-ধূলা
ইংল্যান্ড পৌঁছেই করোনা আক্রান্ত কোহলি! ভারতীয় শিবিরে করোনা আতঙ্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ২৪ জুন থেকে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। তার আগেই ভারতীয় শিবিরে চাঞ্চল্যকর খবর। করোনায় আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি! আইপিএল-এর পরই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন বিরাট। ১৩ জুন সেখান থেকে দেশে ফিরে ১৬ জুন ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন ভিকে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হন বিরাট। তবে তিনি এখন সুস্থ আছেন বলেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে।
এর আগে করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি দলের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এবার বিরাটের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। তবে তিনি ভারতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বলে জানা গিয়েছে। ২৪ তারিখ লেস্টারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও তিনি খেলতে পারেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার লেস্টারশায়ারের পক্ষ থেকে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে, প্রস্তুতি ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে সতীর্থদের পেপটক দিচ্ছেন বিরাট।
বিরাটরা লন্ডন পৌঁছানোর পরেই তাঁদেরকে ঘিরে হইচই পড়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছিল বিরাটকে। এমনকি লন্ডনে শপিং করতে বেরিয়ে অনেকের সঙ্গেই সেলফি তুলে ছিলেন বিরাট, রোহিতরা। অনুশীলনেও বিরাটদের ঘিরে সমর্থকদের উন্মাদনায় খামতি নেই। তাই নতুন করে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা ভাবাচ্ছে বিসিসিআই কেও।
গতবছর ইংল্যান্ড সফরে গিয়ে ভারতের পাঁচটি টেস্ট খেলার কথা ছিল। কিন্তু সিরিজের পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে পড়েন তৎকালীন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী সহ কয়েকজন সাপোর্ট স্টাফ। তারপরে দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তে পঞ্চম টেস্ট বাতিল করা হয়। সেই টেস্ট না খেলেই দেশে ফিরে এসেছিল ভারতীয় দল। এবং তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে ভারতীয় দল ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজ খেলতে এলে তখন বাকি থেকে যাওয়া টেস্ট ম্যাচটি হবে। আগামী পয়লা জুলাই থেকে সেই টেস্ট শুরু হবে। কিন্তু তার আগেই ভারতীয় শিবিরে ঢুকে পড়েছে করোনা আতঙ্ক।