খেলা-ধূলা
afg vs aus live score : মাত্র ৪ রানে অস্ট্রেলিয়ার কাছে হারল আফগানিস্তান

বিশ্বকাপের খবর : আগামীকাল শ্রীলঙ্কাকে (Srilanka) হারালেই সেমির টিকিট পাবে ইংল্যান্ড (Ingland) এদিকে নিউজিল্যান্ড প্রথম সেমি. তে পা রেখে ফেলেছে । দাপিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের লড়াই, সেমিফাইনালের দৌড়ে এখন তিন দল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড।
আজকে (শুক্রবার) আফগানিস্তান দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হেরেছে। রশিদ খান ২৩ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৮ রানের ঝড়ে প্রায় উরতে যাচ্ছিলো অস্ট্রেলিয়া । ১৯ ওভার শেষে আফগানিস্তানের দরকার ছিল ২২ রান, রশিদ খান এক ছক্কা ও দুই চারে ১৬ রান নেন, তবে জয় পাইনি তারা ।
হাঁফ ছেড়ে বাঁচা জয়ে নিউজিল্যান্ডের সমান ৭ পয়েন্ট হয়েছে অস্ট্রেলিয়ার। ফলে এবারের বিশ্বকাপে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তাদের শেষ ম্যাচ। ওই ম্যাচে ইংল্যান্ড জিতলে রানরেটের হিসেব হবে। ইংল্যান্ড হারলে সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে।
আরোও পড়ুন – Live cricket : সেমিফাইনালে প্রথম পা রাখলো নিউজিল্যান্ড(NZ)
অ্যাডিলেডে আজ ১৬৯ রান তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবজের ব্যাটে ভালো শুরু পায় আফগানিস্তান। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তোলে ৪৭ রান। গুরবাজ ফেরেন ১৭ বলে ৩০ করে।
এরপর বিধ্বংসী হয়ে উঠেছিলেন গুলবাদিন নাইব (Gulbadin Naib)। আফগানদের রান তাড়ার আশা অনেকটা সময় বাঁচিয়ে রেখেছিলেন তিনিই। নাইবের ব্যাটে চড়ে ১৩ ওভারে ২ উইকেটেই ৯৯ রান তুলে ফেলেছিল আফগানীরা।
কিন্তু অ্যাডাম জাম্পার (Adam Zampa) করা ১৪তম ওভারে ঘুরে যায় ম্যাচ। নাইব ২৩ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৯ করে ম্যাক্সওয়েলের থ্রোতে রানআউট হন। অ্যাডাম জাম্পা ওই ওভারে আফগান দলপতি নবিসহ আরও দুই উইকেট তুলে নেন। ২ উইকেটে ৯৯ থেকে ৬ উইকেটে ১০৩ রানে পরিণত হয় আফগানিস্তান (Afghanistan)।