আন্তর্জাতিক
তালিবান শাসনে জেরবার জীবন, জারি হল মহিলাদের জন্য নয়া ফতোয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশজুড়ে তালিবান শাসন ক্ষমতা কায়েম হতেই একের পর এক ফতোয়ার জেরে অতিষ্ঠ হয়ে উঠছে আফগান জনজীবন। মুখে আধুনিকতার-নারী শিক্ষার অধিকারের বুলি আওড়ালেও তালিবান যে সেই তালিবানেই রয়েছে ফের আরও একবার মিলল তার প্রমাণ।
রবিবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ফের আফগান জনগণ মূলত মহিলাদের জন্য নতুন ফতোয়া জারি করেছে তালিবান। নয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, মাথা থেকে পায়ের আঙ্গুল সম্পূর্ন ঢেকে রাখতে হবে বোরখা দিয়ে। বিনা কারণে অযথা বেরোনো যাবে না বাড়ির বাইরে। নির্দেশ অমান্য করলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে।
শুধু এইটুকু নির্দেশিকা দিয়েই ক্ষান্ত হয়নি তালিবান শাসক গোষ্ঠী। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এবার থেকে আফগানিস্তানের কোনও মহিলা যদি এই নিয়ম অমান্য করে তাহলে ওই মহিলার পুরুষ সঙ্গী বা তাঁর আত্মীয় কঠোর শাস্তির মুখে পড়বেন। এমনকি তালিবানি ফতোয়া না মানলে হতে পারে জেল হেফাজতও।
আরও পড়ুন: গাধা কখনও জেব্রা হয় না… ইমরান খানের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া
এই বিষয়ে তালিবানের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ”দেশের নারীদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে এই নিয়ম আনা হয়েছে। আশা করি সকলেই এই নিয়ম মেনে চলবেন।”
”মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত বোরখা দিয়ে ঢাকা থাকলে আমাদের প্রতিটি বোনেরা সুরক্ষিত থাকবেন।” এমনই মন্তব্য করেছেন তালিবান vice and virtue মন্ত্রকের মন্ত্রী Khalid Hanafi।
আরও পড়ুন: হাভানার অভিজাত হোটেলে বিস্ফোরণ, মৃত অন্তত ২২
যদিও তালিবানি এই নয়া নয়া ফতোয়ার বিরুদ্ধে সরব হয়ে এর আগেও রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ করতে দেখা গিয়েছে একাংশ আফগান মহিলাদের। কিন্তু তাতেও গলেনি বরফ। তালিবানের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনও প্রতিবাদ বিক্ষোভ চলবে না। এমনকি নারীর কন্ঠরোধে দমন ও শোষন পীড়নের রাস্তায় নামতেও পিছুপা হয়নি তালিবান।