আন্তর্জাতিক
ইসলামের অবমাননার অভিযোগ, তালিবানের হাতে গ্রেফতার জনপ্রিয় মডেল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখে যতই নারী স্বাধীনতার বুলি আওড়াক না কেন, তালিবান যে তালিবানেই আছে ফের তার প্রমাণ মিলল। ইসলামের অবমাননা করার অভিযোগে আফগানিস্তানে এবার গ্রেফতার করা হল জনপ্রিয় এক মডেলকে।
সূত্রের খবর, সম্প্রতি আফগানিস্তানের নয়া শাসক তালিবানদের তরফে প্রকাশিত একটি ভিডিয়োতে আফগান ওই মডেলকে গ্রেফতারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। অভিযোগ, ইসলাম ধর্মের অবমাননা, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানকে অসম্মান করায় জনপ্রিয় ওই মডেল এবং তাঁর ৩ সহকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, আজমল হাকিকি নামের ওই আফগান মডেল তাঁর ফ্যাশন শো, ইউটিউব ক্লিপ এবং মডেলিং ইভেন্টের জন্য বেশ সুপরিচিত। মঙ্গলবার তালিবান গোয়েন্দা সংস্থার টুইটারে পোস্ট করা ভিডিয়োগুলিতে তাঁকে হাতকড়া পরা দেখা গিয়েছে।
আরও পড়ুন: বালুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মৃত ২২
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এক বিতর্কিত ভিডিয়োতে, হাকিকি এবং তাঁর সহকর্মী গোলাম সখী হিসাবে হাসতে দেখা যায়। অভিযোগ, যার একটি বক্তৃতা প্রতিবন্ধকতা রয়েছে যা তিনি হাস্যরসের জন্য ব্যবহার করেন। হাস্যকর কণ্ঠে আরবি ভাষায় কোরানের আয়াত তেলাওয়াত করেন।
আরও পড়ুন: যে কোনও মুহূর্তে পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে কিমের দেশ! আশঙ্কা আমেরিকার
এদিকে গ্রেফতারের পর তালিবান নেতারা হাকিকি এবং তার সহকর্মীদের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। যেখানে তাকে হালকা বাদামী জেলের ইউনিফর্মে দাঁড়িয়ে তালিবান সরকার ও ধর্মীয় পণ্ডিতদের কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে।