'দুষ্টু মেয়েরা বাড়িতেই থাকুক', স্কুলশিক্ষা নিয়ে বড় ঘোষণা তালিবানের
Connect with us

আন্তর্জাতিক

‘দুষ্টু মেয়েরা বাড়িতেই থাকুক’, স্কুলশিক্ষা নিয়ে বড় ঘোষণা তালিবানের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ দু’দশক পর আফগানিস্তানের শাসনভার কায়েম করেছে তালিবান। তালিবানি হাতে আফগানিস্তানের শাসনভার যেতেই দুর্দশার অন্ধকার নেমে এসেছে আফগানিস্তানীদের জীবনে।

তালিবান মুখে যতই আধুনিকতার বুলি আওড়াক না কেন তালিবান যে আছে সেই তালিবানে দিন যত এগিয়েছে দফায় দফায় মিলেছে তার প্রমাণ। এবার আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী তথা তালিবান নেতার মুখে শোনা গেল, আফগানবাসীর জন্য খুব শীঘ্রই সুখবর মিলবে।

এই বিষয়ে তালিবান কো-ডেপুটি লিডার Sirajuddin Haqqani বলেন, ”শীঘ্রই মেয়েদের হাইস্কুলে যাওয়ায় অনুমতি দেওয়া হবে।” তবে তালিবান আধিপত্যের বিরোধিতা যাঁরা করেন, সেই সব ‘নচ্ছার’ (Naughty) মেয়েদের ঘরবন্দি হয়ে থাকাই উচিত বলে মত তালিবান নেতৃত্বের (Afghan Women)।

Advertisement

আরও পড়ুন: ভাইরাসে অশনিসঙ্কেত! করোনার পর মাঙ্কিপক্সে আতঙ্ক ব্রিটেনে

‘CNN‘-এর রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আফগানিস্তান দখলের আগে নারী শিক্ষার উন্নয়নে অনেক কথা বলেছিল তালিবান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেইসব প্রতিশ্রুতি ভুলেছে তালিবান। বাড়ির বাইরে মহিলাদের বেরোনো নিয়েও তাঁদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।

এদিকে ‘নচ্ছার’ মহিলা বলতে ঠিক তিনি কী বুঝিয়েছেন এই প্রসঙ্গে তালিবান নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে প্রশ্ন কড়া হলে তিনি বলেন, ”নচ্ছার বলতে আদতে আমি রসিকতা করেছি। আমরা সেই সব মহিলাদের কথা বলছি যারা তালিবান শাসনের বিরোধিতা করছে। আমরা তাঁদেরকে বাড়িতে রেখে দেওয়ার কথা বলেছি।”

Advertisement

অন্যদিকে, FBI অপরাধ দমন শাখার রিপোর্টে Sirajuddin Haqqani-কে ‘আন্তর্জাতিক সন্ত্রাসের’ তকমা দেওয়া হয়েছে। এমনকি তার মাথার দাম ধরা হয়েছে ১০ মিলিয়ন ডলার।

এদিন আফগান মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক কি-না সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”আমরা কাউকে হিজাব পরার জন্য বাধ্য করছি না। হিজাব হল ইসলামের অঙ্গ। তাই সকল মহিলাদের উচিত ইসলাম রীতি মেনে হিজাব পরা।”

আরও পড়ুন:  পাকিস্তানে কলেরার প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার শিশু

Advertisement

তালিবান মুখে যতই নারী শিক্ষার অগ্রগতির কথা বলুক না কেন, এখনও পর্যন্ত সেদেশে বন্ধ রয়েছে হাইস্কুল। এই বিষয়ে তিনি বলেন, “মেয়েদের স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করা হয়নি। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত আগের মতোই স্কুলে যাওয়ার অনুমতি রয়েছে। তার উপরের ক্লাসগুলির জন্য কিছু উপায় বার করা হচ্ছে। উপরওয়ালার আশীর্বাদ থাকলে খুব শীঘ্রই সুখবার্তা পাবেন আপনারা।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.