Live cricket : সেমিফাইনালে প্রথম পা রাখলো নিউজিল্যান্ড(NZ)
Connect with us

খেলা-ধূলা

Live cricket : সেমিফাইনালে প্রথম পা রাখলো নিউজিল্যান্ড(NZ)

সেমিফাইনালে প্রথম পা রাখলো নিউজিল্যান্ড
Rate this post

খেলার খবর  :  নিউজিল্যান্ড প্রথম থেকে নেট রান রেটে বেশ এগিয়ে ছিল । আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে  জিতলেই সেমিফাইনাল ছিল নিশ্চিত। আজকের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলো কেন উইলিয়ামসনের দল। এদিন নিউজিল্যান্ড আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৮৫ রান করে । জবাবে ৯ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

আইরিশ দুই ওপেনার পল স্টারলিং ও বালবির্নি রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন । ৬৮ রানের ওপেনিং জুটির পর ২৫ বলে ৩০ করে ফেরেন বালবির্নি। এরপরই ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে ফেরেন পল স্টারলিং। এরপর কিউই বোলাররা আইরিশদের একের পর এক উইকেট তুলে নিতে থাকে । ফলে কেউই তেমন দাঁড়াতে পারেনি উইকেটে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫০ রানে গিয়ে থামে আইরিশরা।

নিউজিল্যান্ড অ্যাডিলেডে দারুণ সূচনা পায় । দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ৫২ রানের জুটি দেন। অ্যালেন ফিরে যান ১৮ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে। অন্য ওপেনার ডেভন কনওয়ে আউট হন ৩৩ বলে ২৮ রান করে। ১১.২ ওভারে দলের রান তখন ৯৬।

Advertisement

আরোও পড়ুন – লিটন দাস কে বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি

রান পেয়েছেন নিউজিল্যান্ডের পরের দুই ব্যাটারও। তিনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন ৬১ রানের ইনিংস খেলেছেন। ৩৫ বলের মুখোমুখি হয়ে পাঁচটি চার ও তিন ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। এছাড়া ৯ বলে ১৭ রান করেন গ্লেন ফিলিপস ।  ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংস খেলেন ডার্লি মিশেল। আয়ারল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেন জসুয়া লিটিল। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। এছাড়া একটি উইকেট নেন গ্যারেথ ডিলানি ।

Advertisement