নামাজ চলাকালীন পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত প্রায় ৩০
Connect with us

আন্তর্জাতিক

নামাজ চলাকালীন পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত প্রায় ৩০

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জুম্মার নামাজ চলাকালীন সময়ে বিস্ফোরণ। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছে ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।

শুক্রবার আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, এদিন দুপুরে জুম্মার নামাজ চলাকালীন সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে পাকিস্তানের (Pakistan) পেশোয়ার (Peshawar) কোচা রিষলদর এলাকার একটি মসজিদে। যদিও মর্মান্তিক এই ঘটনার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠীর তরফে স্বীকার করা হয়নি।

এদিকে এই ঘটনার জেরে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত মেডিক্যাল পরিষেবা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়াও ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।

Advertisement

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদরি। তিনি বলেন, ”মসজিদে এই ধরনের হামলার ঘটনা মোটেও কাম্য নয়। কোনও সুস্থ মস্তিকের মানুষ এমন কাজ করতে পারে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। ঘটনায় কাউকে ছাড়া হবে না। দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন: Russia Ukraine Conflict: দেশে ফেরার পথে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

তিনি আরও বলেন,”জঙ্গিরা যেকোনও দেশ বা জাতির জন্য ক্ষতিকারক। তাদের পিষে মেরে ফেলা উচিত।” অন্যদিকে মর্মান্তিক এই ঘটনায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে হাসপাতালের মুখপাত্রের তরফে জানানো হয়েছে বিস্ফোরণের এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুধু তাই নয়, পেশোয়ার পুলিশের তরফে জানানো হয়েছে যে, এটি আত্মঘাতী হামলা হতে পারে। তবে কারা এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।

Advertisement