আন্তর্জাতিক
Russia Ukraine Conflict: দেশে ফেরার পথে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নয়দিন হতে চলল অব্যাহত যুদ্ধ। চলছে টানা গোলা বর্ষণ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। প্রতিমুহুর্তে আতঙ্কের প্রহর গুণছেন সেদেশে আটকে থাকা ভারতীয়রা। আর এরই মধ্যে কিভ সীমান্তে আসার পথে মাঝ আকাশে গুলিবিদ্ধ হলেন এক ভারতীয় পড়ুয়া হরজ্যোৎ সিং । দেশে ফেরার আগেই চিকিৎসার জন্য আক্রান্ত ওই ছাত্রকে ফের ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে ক্রমশ যুদ্ধের ঝাঁঝ বাড়াচ্ছে রাশিয়া। প্রতিরোধের চেষ্টাও চালাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত এই দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেন,জার্মানি ও ফ্রান্স। শুধু তাই নয়, জানা গিয়েছে আক্রান্ত ওই ছাত্রের হাতে-পায়ে এবং বুকে গুলি লাগে। এরপরই মাঝ আকাশ থেকে তাঁকে ভারতীয় দূতাবাসের তরফে ফিরিয়ে আনা হয় এবং কিভের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন দেশের অসামরিক প্রতিরক্ষামন্ত্রী ভি.কে সিং জানিয়েছেন, আক্রান্ত ওই ছাত্র ইউক্রেন থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তাঁকে কিভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এর আগেই ভারতীয় দূতাবাসের তরফে পরিস্কারভাবেই জানানো হয়েছিল যে, ভারতীয়দের দেশে ফেরানোর জন্য প্রতিমুহুর্তে বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশের সরকার।
- আরও পড়ুন – ইউক্রেনে আটকে পড়ুয়ারা, সভা করছেন মোদি, তোপ মমতার
- আরও পড়ুন – ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে জখম ছাত্র হরজ্যোৎ সিং বলেন, ” তাঁর বুকে-হাতে এবং পায়ে গুলি লেগেছে। ঘটনায় তাঁর পা ক্ষতিগ্রস্ত হয়েছে।” যদিও আক্রান্ত ওই ছাত্র অভিযোগ করে জানিয়েছেন যে, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে সেভাবে তৎপরতা দেখাচ্ছে না ভারতীয় দূতাবাস। তিনি আরও অভিযোগ করে বলেন,” গুলিবিদ্ধ হওয়ার পর আমি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু আমাকে কোনওরকম সাহায্য করা হয়নি। বরং এই দুর্ঘটনার কথা জানার পরও কারও তরফে আমার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।
জানা গিয়েছে, এদিন হরজ্যোৎ সিং তাঁর বন্ধুর সঙ্গে একটি ট্যাক্সি করে কিভ থেকে লিয়েভ শহরে চলে যাওয়ার চেষ্টা করছিল। আর সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। তিনি আরও বলেন, ”রুশ-ইউক্রেন যুদ্ধে বন্দুক বিচার করছে না কারও জাতীয়তা কিংবা ধর্ম। যেই বন্দুকের নলের সামনে পরছে অঘোরে প্রাণ হারাতে হচ্ছে তাঁকে। এদিকে শুক্রবার সকালেই বায়ুসেনার C-17 বিমানে করে ২১০ জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। এছাড়াও আরও ২১৯ জন ভারতীয়কে রোমানিয়া থেকে দিল্লি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।