আন্তর্জাতিক
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ পার, সাহায্যের আর্জি তালিবানের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। আহত অন্তত ৬০০। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করছে তালিবান প্রশাসন।
বুধবার ভোর রাতের প্রবল ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে আফগান জনজীবন। সময় যত গড়িয়েছে মৃতের সংখ্যা ততই হু-হু করে বেড়েছে। এখনও ধ্বংসাবশেষের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত উদ্ধারে চলছে জোর তৎপরতা। দেশের এই দুর্দিনে এবার সবাইকে পাশে দাঁড়ানোর জন্য সাহায্য চাইল তালিবান।
আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ২৫৫
তালিবান বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থা সবথেকে বেশি পাতিকা প্রদেশের। সেখানে ধ্বংসাবশেষের তলে এখনও বহু লোক চাপা পড়ে রয়েছেন। এছাড়াও খোস্ত ও নানগড়হাড় এলাকা থেকে সবথেকে বেশি মৃত্যুর খবর এসেছে।
বুধবার স্থানীয় সময় ভোররাত ২.২৪ মিনিট নাগাদ আফগানিস্তানের Paktika প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ঘটনায় প্রথমে ৫০০ জনের আহত হওয়ার খবর মিললেও সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছিল তালিবান প্রশাসন।
আরও পড়ুন: Covid-এর বিরুদ্ধে লড়াইয়ে জিতে গিয়েছে কোরিয়া! দাবি কিম প্রশাসনের
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। যারফলে আফগানিস্তান সহ কেঁপে ওঠে পাকিস্তান এবং ভারতের অন্তত ৫০ কিলোমিটার এলাকা।