আন্তর্জাতিক
বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল, বাংলাদেশে বন্যায় মৃত ৪০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন থার্মাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই স্মৃতি এখনও টাটকা। তারই মধ্যে এবার বাংলাদেশে প্রবল বন্যার কারণে অন্তত ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, প্রবল বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। এই দুই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে সুরমা নদী। এই সুরমা নদীর জলেই বন্যা কবলিত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের একাধিক জেলায়। বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। জলমগ্ন হয়ে বাস করছেন প্রায় ২ লাখ বাসিন্দা। বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত এইসব এলাকা পরিদর্শণে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, নদী-নালা, ড্রেন ছাপিয়ে রাস্তায় উঠে এসেছে সুরমার জল। এখনও পর্যন্ত নদীর প্লাবনে মৃত্যু হয়েছে মোট ৪০ জনের। মৃতদের মধ্যে ৩ জন রঙপুরের। ১৫ জন ময়মনসিং জেলার এবং ২২ জন সিলেট ডিভিশনের। গত ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে এই প্রাণহানির ঘটনাগুলি ঘটেছে।
আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ২৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও আশপাশের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ”দেশের জনগণকে সবসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে এবং আঞ্চলিক অবকাঠামো নির্মাণের ওপর জোর দিয়ে তা অব্যাহত থাকবে”। শুধু তাই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নর্দমার দ্রুত সংস্কারের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলাদেশ জলসম্পদ উন্নয়ন বোর্ডের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই সুরমা নদীর জল ১.৪৩ সেমি বিপদসীমার উপর দিয়ে বইছে। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেট, কানাইঘাট এলাকা। সিলেটে সুরমা নদীর জল বেড়ে গিয়েছে ১০ সেমি। অমলশিদেতে ১.৩ সেমি এবং শেওলায় ০.৩৫ সেমি।
সিলেট আবহাওয়া অফিসের প্রবীণ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ”সিলেটে বৃষ্টির পরিমাণ অনেক কমেছে। এক সপ্তাহের টানা বর্ষণ ও ভূমিধসে সুনামগঞ্জের ছাতকজুড়ে বন্যা দেখা দিয়েছে”।
আরও পড়ুন: Covid-এর বিরুদ্ধে লড়াইয়ে জিতে গিয়েছে কোরিয়া! দাবি কিম প্রশাসনের
বন্যার জলে তলিয়ে গিয়েছে উঁচু জমিতে লাগানো কয়েক শো একর বোরো ধান। মঙ্গলবার সকাল পর্যন্ত সুরমা, পিয়াইন, চেলাসহ সব নদীতে জল স্বাভাবিকের থেকে অতিবৃদ্ধি অব্যাহত রয়েছে বলে বাংলাদেশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।