দু'বছর পর ফের শুরু হল মাধ্যমিক পরীক্ষা, টোকাটুকি রুখতে তৎপর প্রশাসন
Connect with us

বাংলার খবর

দু’বছর পর ফের শুরু হল মাধ্যমিক পরীক্ষা, টোকাটুকি রুখতে তৎপর প্রশাসন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা ভীতি কাটিয়ে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল সোমবার (৭ মার্চ)। দু’বছর পর ফের মাধ্যমিক পরীক্ষা দিতে বসল রাজ্যের প্রায় ১১ লাখেরও বেশি পড়ুয়া। দু’বছর পর ফের পরীক্ষায় বসতে পারায় খুশি ছাত্রছাত্রীরাও। কলকাতার পাশাপাশি দু’বছর পর পরীক্ষা দিতে পারায় খুশির হাওয়া জেলায়-জেলায়।

অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার চলাকালীন সময়ে পর্ষদের তরফে নেওয়া হয়েছে বেশকিছু কড়়া পদক্ষেপ। মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে পর্ষদের তরফে রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে সোমবার থেকে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে বিষয়টি। শনিবার দফতরের এক আধিকারিক একথা জানিয়েছেন।এদিকে

সব দিক বিবেচনা করে কোভিড বিধিকে মান্যতা দিয়ে সোমবার থেকে জলপাইগুড়ি জেলার ১২৫টি বিদ্যালয় চলছে মাধ্যমিক পরীক্ষা। এই জেলায়
মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৪৯৯ জন। এছাড়াও সমস্ত বিদ্যালয়গুলিতে সুন্দর ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এবং করোনা বিধি মেনে বসানো হচ্ছে পড়ুয়াদের।

Advertisement

এছাড়াও জলপাইগুড়ি ২ টি বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াও পরীক্ষা দিচ্ছে।

আরও পড়ুন: গরু পাচার কাণ্ড: ফের অনুব্রতকে তলবের নোটিশ পাঠাল CBI

এদিকে, দু’বছর পর পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পুলিশকে মানবিক ভূমিকায় দেখল পরীক্ষার্থীরা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পানীয় জলের বোতল ও মাস্ক। শুধু মাস্ক ও জলের বোতল হাতে তুলে দেওয়াই নয়, রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি মোড়ে ” মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র ” নামে একটি ক্যাম্প করে মাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সহায়তা করছে পুলিশ কর্মীরা।

Advertisement

এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেজন্য রায়গঞ্জ শহরে যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক ব্যাবস্থাও। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবিকারা।
সোমবার থেকে শুরু হল রাজ্যের মাধ্যমিক পরীক্ষা।

আরও পড়ুন: মহার্ঘ হচ্ছে রঙিন পানীয়, জানুন কোন রাজ্যে বাড়ল মদের দাম

উত্তর দিনাজপুর জেলাতেও বিভিন্ন স্কুলে করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। রায়গঞ্জ শহরে ১৬ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। রায়গঞ্জ শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে পরীক্ষার্থীরা রায়গঞ্জ শহরের পরীক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছেন। এইসব মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেজন্য শহরে প্রবেশের মুখে শিলিগুড়ি মোড়ে ” মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র ” নামে একটি ক্যাম্প চালু করে পরীক্ষার্থীদের সবরকম সহায়তা করছেন রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক ও পানীয় জলের বোতল।

Advertisement