বাংলার খবর
গরু পাচার কাণ্ড: ফের অনুব্রতকে তলবের নোটিশ পাঠাল CBI

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরু পাচার কাণ্ডে ফের সিবিআই (CBI)তলব করা হল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আগামী ১৪ মার্চ তাঁকে নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন সিবিআই কর্তারা। এর আগেও বীরভূমের এই দাপুটে নেতাকে গত ২৫ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছিল সিবিআই। যদিও প্রতিবারই কোনও না কোনও অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি।
জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডের ঘটনায় তৃণমূলের কেষ্টকে তলব করে সিবিআই। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপর ফের ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তাঁকে তলব করার নোটিশ পাঠানো হলেও সেটিও অমান্য করেন বীরভূমের এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
এদিকে গোট ১৪ ফেব্রুয়ারি গরু পাচারকান্ডের বিষয়টি প্রকাশ্যে আসে এবং তাতে তৃণমূলের বেশকিছু নেতা সহ নাম জড়ায় অনুব্রত মণ্ডলেরও। আর তারপর থেকেই এই পাচার চক্রের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI.
অন্যদিকে, আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ০২০ সালের পর ফের আজ সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। কোভিড বিধি মেনে সোমবার রাজ্যের মোট আট হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যসরকার।
আরও পড়ুন: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-রাজ্যপালের
এদিকে এখনও সেভাবে অতিমারির প্রভাব পুরোপুরি মুক্ত না হওয়ায় ২০২২ সালেও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে অভিভাবক থেকে পড়ুয়া মহলে বেশ সংশয় ছিল। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ঘোঘণা করে রাজ্যসরকার। সেইমতো সম্পূর্ন কোভিডবিধি নেওয়া শুরু হচ্ছে পরীক্ষা। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন।