বাংলার খবর
কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লক্ষ্মীবারেই আবহাওয়া নিয়ে বড় স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই বৈশাখের প্রথম কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে বঙ্গবাসী। যারফলে গত কয়েক দিনের গুমোট ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। আবহাওয়া থাকবে মনোরম।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ উঠলেও তার তেজ থাকবে কম। ফলে গরমে ক্লান্তিকর ঘাম থেকে মিলবে রেহাই। দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি থেকে ৫০ কিমি বেগে বইতে পারে হাওয়া।
আরও পড়ুন: EMI-এর টাকা নিয়ে ঝামেলা, চরম পরিণতি যুবকের
জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার তেমন কোনও হেরফের হবে না বলেই জানা গিয়েছে। ফলে আপাতত অস্বস্তিকর গরম থেকে মিলবে সাময়িক স্বস্তি। হস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬-৮৮ শতাংশ।
আরও পড়ুন: আট স্তম্ভের ওপর দাঁড়িয়ে রাজ্যের উন্নয়ন, শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়্গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে শহর থেকে জেলাবাসীরা। সুতরাং বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা।