দেশের খবর
সেঞ্চুরী হাঁকাচ্ছে পেট্রপণ্য, লক্ষ্মীবারেও অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্বালানির দামের জ্বালায় জ্বলছে গোটাদেশ। এপ্রিলের শেষেও কলকাতা সহ সারা দেশের বেশিরভাগ রাজ্যেই অপরিবর্তিত রয়েছে তেলের দাম। যারফলে পেট্রল কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে।
এপ্রিলের শেষ সপ্তাহে এসেও তেমন কোনও হেরফের হয়নি পেট্রপণ্যের দামের। কলকাতা সহ দেশের চার মেট্রো শহরেই সেঞ্চুরি হাঁকাচ্ছে তেলের দাম। বৃহস্পতিবার শহর কলকাতায় পেট্রলের দাম ১১৫.১২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৯.৮৫ টাকা। বাণিজ্যিক নগরী মুম্বইতে পেট্রলের দাম ১২০.৫১ টাকা এবং ডিজেলের দাম ১০৪.৭৭ টাকা।
আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস
এদিকে রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার পেট্রলের দাম ১০৫.৪১ টাকা ও ডিজেলের দাম ৯৬.৬৭ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম ১১০.৮৫ টাকা ও ডিজেলের দাম ১০০.৯৪ টাকা। ভোপালে ডিজেলের দাম ১১৮.১৪ টাকা এবং ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ১০১.১৬ লিটার।
বৃহস্পতিবার হায়দরাবাদে পেট্রলের দাম রয়েছে ১১৯.৪৯ এবং ডিজেলের দাম ১০৫.৪৯ টাকা লিটার প্রতি। বেঙ্গালুরুতে পেট্রলের দাম রয়েছে ১১১.০৯ এবং ডিজেলের দাম ৯৪.৭৯ টাকা। গুয়াহাটিতে আজকের পেট্রলের দাম ১০৫.৬৬ টাকা। ডিজেলের দাম ৯১.৪০ টাকা প্রতি লিটার। লখনউতে পেট্রলের দাম ১০৫.২৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৬.৮৩ টাকা।
আরও পড়ুন: বাংলা ও মুখ্যমন্ত্রীর প্রশংসায় দেশের শিল্পপতিরা, ১০ হাজার কোটি বিনিয়োগ করছে আদানি গোষ্ঠী
গুজরাটের গান্ধীনগরে আজকের তেলের দর প্রতি লিটারে পেট্রলের দাম ১০৫.২৯ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৬৪ টাকা। তিরুবনন্তপুরুমে বৃহস্পতিবার পেট্রলের দাম ১১৭.১৯ টাকা ও ডিজেলের দাম ১০৩.৯৫ টাকা।