বাংলার খবর
অন্ডকোষে জমেছে পুঁজ, সময় ভালো যাচ্ছে না কেষ্টর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আপাতত SSKM-হাসপাতালের উডবার্ন ওয়ার্ডই অস্থায়ী ঠিকানা বীরভূমের তৃণমূল নেতা Anubrata Mandal-এর। এত ধক্কল সহ্য হচ্ছে না বীরভূমের এই দাপুটে নেতার। শরীর আর দিচ্ছে না। মঙ্গলবারও তাঁর শারীরিক পরীক্ষানিরিক্ষা করানোর জন্য বসানো হয় মেডিক্যাল বোর্ড। তাতে যা রিপোর্ট এসেছে তা মোটেও সন্তোষজনক নয়।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের দুটো অন্ডকোষেরই অবস্থা খারাপ। জমেছে পুঁজ। শরীর ভালো নেই তাঁর। একটু হাঁটাচলা করলেই দিতে হচ্ছে অক্সিজেন। ফুসফুসের পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতিকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন: SSKM-এ অনুব্রত, সিবিআই সদর দফতরে পাঠানো হল আপিলের চিঠি
উল্লেখ্য, পঞ্চমবারও CBI হাজিরা এড়িয়ে বুকে ব্যাথা নিয়ে সোজা SSKM হাসপাতালে হাজির হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে-পেটে কিছু সমস্যা রয়েছে। এছাড়াও অনুব্রত মন্ডলের চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিসিন বিভাগের ওপর। অনুব্রত মণ্ডল এতদিন ধরে যা যা ওষুধ খেতেন তার ওপরেও নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নারী সুরক্ষায় জোর, রাজ্যে ৪৫০০ মহিলা পুলিশ নিয়োগ
বোর্ড সূত্রে খবর, হার্টবিট যেহেতু বেশি রয়েছে তার সেদিকেও নজর রাখা হচ্ছে। পাশাপাশি তার বাদবাকি যে সমস্যা গুলো রয়েছে সেগুলোকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, একদিকে যেমন তার স্লিপ ওপনিয়া আছে অন্যদিকে ডায়বেটিস আছে তাই এইসব পরীক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরও জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তাঁর ব্লাড প্রেশার ওঠানামা করছে।