নারী সুরক্ষায় জোর, রাজ্যে ৪৫০০ মহিলা পুলিশ নিয়োগ
Connect with us

বাংলার খবর

নারী সুরক্ষায় জোর, রাজ্যে ৪৫০০ মহিলা পুলিশ নিয়োগ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বাংলায় মহিলা পুলিশের সংখ্যা প্রায় ১০ হাজার। এছাড়াও মহিলা থানা আছে একশো’র উপরে। কিন্তু নেই কোনও আলাদা ব্যাটিলিয়ন। এই অবস্থায়  রাজ্যের নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে।

বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত রয়েছে। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মেয়েকে নিয়ে এই ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। জানা গিয়েছে সারা রাজ্যে এরকম দেড়শটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। প্রতি ব্যাটেলিয়ানে থাকবে ৩০ জন করে প্রশিক্ষিত মহিলা কর্মী। কত প্রতিটি কমিশনারেট এবং পুলিশ সদর ১০ টি করে মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গত তিন বছরে রাজ্যের সমস্ত হলে কত বাংলা ছবি চলেছে, রিপোর্ট চাইল সরকার

Advertisement

ইভটিজিং,শ্লীলতাহানীর মত অপরাধ রুখতে ২০১৮ সালে কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী উইনার্স গঠন করা হয়। ওই বাহিনীর সাফল্য লক্ষ্য করে বিধান নগর, শিলিগুড়ি পুলিশ কমিশনারাটেও একই ধাঁচের মহিলা পরিচালিত বাহিনী গঠন করা হয়। গত বছর ডিসেম্বরে মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিটি কমিশনারেট এলাকায় এ ধরনের বাহিনী গঠনের কথা ঘোষণা করেন।

আরও পড়ুন: চৈত্রেই বৈশাখী স্বস্তি! ভূস্বর্গ থেকে ফিরেই মনোজিতের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ওই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হলো।এছাড়া বৈঠকে মুখ্যমন্ত্রী চলতি রমজান মাস, রামনবমী ও আসন্ন নববর্ষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোন প্ররোচনায় পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খোলাবাজারে ফল এবং সবজির দাম অত্যধিক বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন।

Advertisement