বাংলার খবর
Uttar Dinajpur News: মারণ ব্যাধিতে আক্রান্ত খুদে, সাহায্যের আর্জি মা-বাবার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত একরত্তি ছেলে। অর্থের অভাবে বন্ধ চিকিৎসা। রায়গঞ্জ শহরের ১১ নং ওয়ার্ডের পূর্ব নেতাজীপল্লী এলাকার বাসিন্দা লাল্টু কুনার দাস। পেশায় তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
লাল্টু কুনার দাসের একমাত্র সন্তান নীলাভন দাসের বয়স মাত্র ১ বছর ৪ মাস। এই বয়সেই শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে প্রস্রাবের সঙ্গে অনবরত রক্ত বের হতে দেখা যায়। এরপর রায়গঞ্জে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা ও বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা যায় নীলাভনের কিডনিতে টিউমার থেকে ক্যানসার জাঁকিয়ে বসেছে। সংক্রমন ছড়িয়েছে ফুসফুসেও। সেখানে কিছুদিন চিকিৎসা করানোর পর বাড়িতে ফেরত নিয়ে আসা হয় বাচ্চাটিকে।
আরও পড়ুন: Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা
একরত্তির বাবা লাল্টু কুমার দাস জানান, ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন ২০ থেকে ২২ লাখ টাকা। সামান্য নিরাপত্তারক্ষীর কাজ করে এত বিপুল অর্থ জোগানো তার কাছে অসম্ভব। এদিকে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে ছোট্ট নীলাভন। চোখের সামনে ছেলের এমন পরিস্থিতি দেখে ভেঙে পড়েছেন লাল্টু দাস ও তার স্ত্রী। এমতাবস্থায় সরকার কিংবা সহৃদয় মানুষের কাছে ছোট্ট সন্তানের প্রাণ বাঁচাতে সহায়তা চাইলেন অসহায় বাবা।
আরও পড়ুন: Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা
ঘটনার কথা জানার পর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর রতন মজুমদার। সকলকে এগিয়ে আহ্বান জানিয়েছেন তিনি। মাত্র ১ বছর ৪ মাস হল পৃথিবীর আলো দেখেছে নীলাভন। এখনও অনেক পথ চলা বাকি। তার মধ্যেই জীবন মৃত্যুর দোলাচলে আটকে অসহায় প্রাণ। শারীরিক যন্ত্রনার মধ্যেই চলছে বেঁচে থাকার লড়াই।
আরও পড়ুন: Bankura Crime: সাইড দেয়নি গাড়ি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে শ্রীঘরে যুবক
আরও পড়ুন: Bankura News: গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে বেপাত্তা, পুলিশের জালে পোস্টমাস্টার