ডিজিপি-ধনখড় সাক্ষাৎ, মহিলাদের উপর অপরাধ বেড়ে যাওয়া নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ
Connect with us

বাংলার খবর

ডিজিপি-ধনখড় সাক্ষাৎ, মহিলাদের উপর অপরাধ বেড়ে যাওয়া নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপি’র সঙ্গে এক ঘণ্টারও বেশি বৈঠক করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মহিলাদের উপর অপরাধ বেড়ে যাওয়া নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নতির জন্য দুই পদস্থ অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। 

এদিকে রাজ্যপালের এই তলবে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া গণধর্ষণ–খুন–দাহ নিয়ে যথাযথ তদন্তের আশ্বাসও দিয়েছেন। তারপরেই রাজ্যপাল টুইট করেছিলেন, ”হাঁসখালিতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকার মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে। যারা দায়িত্বে আছেন ও সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ ও স্বাধীন তদন্তকে বিপথগামী করে। কারণ, পুলিশও ওই পথ অনুসরণ করে।” 

আরও পড়ুন: বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চেয়ে চিঠি

Advertisement

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল Jagdeep Dhankhar। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে বুধবার বিকেলে তাঁকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল।  মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন অশান্তির ঘটনা নিয়ে আলোচনা করার জন্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: অন্ডকোষে জমেছে পুঁজ, সময় ভালো যাচ্ছে না কেষ্টর

এদিনের চিঠিতে রাজ্যপাল বাংলার বিভিন্ন অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন। এছাড়াও চিঠিতে তিনি লিখেছেন, ”আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।” এছাড়াও চিঠিতে তিনি, হাইকোর্টের মধ্যে আইনজীবীদের গণ্ডগোল, হাতাহাতি এবং রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়েও মুখ খোলেন। 

Advertisement