দেউচা পাঁচামি আন্দোলনের জট কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
Connect with us

বাংলার খবর

দেউচা পাঁচামি আন্দোলনের জট কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে  বৈঠকে বসেন ডেউচা পাঁচামি আন্দলোনের সঙ্গে যুক্ত মোট ৩৫ জনের একটি দল। ওই প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নেমেছে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। ওই সংগঠনের ৯জন প্রতিনিধি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে আদিবাসী সম্প্রদায়ের মহিলা-পুরুষরা জানিয়ে এদিন জানিয়ে দেন, ”সমস্যা মেটাতে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নয়।” জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেছেন আদিবাসী মহিলারা।

 এদিন প্রতিনিধিদলের সদস্যরা মুখ্যমন্ত্রীকে জানান,  বৈঠকের বিষয় নিয়ে নিজেদের মধ্যে মিটিং করবেন তাঁরা। তারপর কি সিদ্ধান্ত নিচ্ছেন তা জানাবেন। বুধবার সকালেই বীরভূম থেকে ৩৫ জনের দলকে কলকাতায় আনা হয়। প্রতিনিধি দলের সকলেই কিন্তু আদিবাসী সমাজের। পুরুষ মহিলা সকলেই ছিলেন এই দলে। প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে বলেন, তিনি যদি গোটা বিষয়টি নিজে দেখেন তাহলে সমস্যা মেটাতে তাঁদের কোনও আপত্তি নেই। 

আরও পড়ুন: বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চেয়ে চিঠি

Advertisement

অন্যদিকে এদিনই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল Jagdeep Dhankhar। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে বুধবার বিকেলে তাঁকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল।  মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন অশান্তির ঘটনা নিয়ে আলোচনা করার জন্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যপাল। 

আরও পড়ুন: মাওবাদী পোস্টার ঘিরে TMC-BJP তরজা বাঁকুড়ায়

এদিনের চিঠিতে রাজ্যপাল বাংলার বিভিন্ন অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন। এছাড়াও চিঠিতে তিনি লিখেছেন, ”আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।’ এছাড়াও চিঠিতে তিনি, হাইকোর্টের মধ্যে আইনজীবীদের গণ্ডগোল, হাতাহাতি এবং রাজ্যে ক্রমাগত নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়েও মুখ খোলেন। 

Advertisement