SSKM-এ অনুব্রত, সিবিআই সদর দফতরে পাঠানো হল আপিলের চিঠি
Connect with us

বাংলার খবর

SSKM-এ অনুব্রত, সিবিআই সদর দফতরে পাঠানো হল আপিলের চিঠি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পঞ্চমবারও CBI হাজিরা এড়িয়ে বুকে ব্যাথা নিয়ে সোজা SSKM হাসপাতালে হাজির হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে-পেটে কিছু সমস্যা রয়েছে। এছাড়াও অনুব্রত মন্ডলের চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিসিন বিভাগের ওপর।

জানা গিয়েছে Anubrata Mandal-এর চিকিৎসার জন্য যে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে তাতে আছেন সার্জারি বিভাগের অভিমন্যু বসু, মেডিসিন বিভাগের সৌমিত্র ঘোষ, ইউরোলজির দিলীপ পাল, রাজেশ প্রামাণিক, এন্ডোক্রোনোলজির শুভঙ্কর পাল,কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, চেস্ট মেডিসিন বিভাগের সোমনাথ কুন্ডু।

অনুব্রত মণ্ডল এতদিন ধরে যা যা ওষুধ খেতেন তার ওপরেও নজর দেওয়া হচ্ছে।  বোর্ড সূত্রে খবর, হার্টবিট যেহেতু বেশি রয়েছে তার সেদিকেও নজর রাখা হচ্ছে। পাশাপাশি তার বাদবাকি যে সমস্যা গুলো রয়েছে সেগুলোকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, একদিকে যেমন তার স্লিপ ওপনিয়া আছে অন্যদিকে ডায়বেটিস আছে তাই এইসব পরীক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আরও জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তাঁর ব্লাড প্রেশার ওঠানামা করছে। ভালো ঘুম হয়নি। তাই চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০.৩০/১১টা নাগাদ মেডিক্যাল বোর্ড বৈঠকে বসতে পারে। এছাড়াও এদিন বেশ কিছু পরীক্ষা হতে পারে অনুব্রতর। এমনটাই খবর হাসপাতাল সূত্রে। 

Advertisement

অন্যদিকে, দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে পাঠানো হল অনুব্রত মণ্ডলের চিঠি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বুধবারের ঘটনাক্রম বিস্তারিত পাঠানো হয়েছে দফতরে।  সংস্থার আইন সংক্রান্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শুরু পেটে-বুকে ব্যাথা, SSKM এর সাড়ে ১২ নম্বর কেবিনে অনুব্রত

প্রসঙ্গত, মঙ্গলবারই বোলপুর থেকে কলকাতায় আসেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  বুধবার কী তিনি নিজাম প্যালেসে CBI দফতরে হাজিরা দেবেন? গুগলির মতো মিলে গিয়েছে সেই উত্তর । 

Advertisement

যাওয়ার কথা ছিল CBI-এর নিজাম প্যালেসে।  বুধবার সকাল ১০.৪৫-এ চিনারপার্কের বাড়ি থেকে বেরিয়েও মা উড়ালপুল থেকে গাড়ি ঘুরে যায় SSKM হাসপাতালের দিকে। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর। বুকে কিছু সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। যারফলে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন অনুব্রত মণ্ডল। 

আরও পড়ুন: তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার

এদিকে, বীরভূমের এই তৃণমূল নেতার শারীরিক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। সূত্রের খবর, অনুব্রতর বুকে ও পেটে সমস্যা রয়েছে। শারীরিক অবস্থার পরীক্ষা হবে অনুব্রতর। 

Advertisement