বিনোদন
টলিউডে আবারও শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। গত ১৬ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে তাঁর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছিল। গলায় বসেছিল স্টেইনও। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি।
অভিনয়ের পাশাপাশি একাধারে ভালো গায়ক এবং সংলাপ লেখকও ছিলেন শুভময় চট্টোপাধ্যায়। ‘চোলাই’ ছবির সংলাপ তাঁর লেখা। তার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। শুভাশিস মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্তর সঙ্গে ‘মহালায়া’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে শুভময় চট্টোপাধ্যায়কে। বড় ও ছোট পর্দার পাশাপাশি মঞ্চেও তাঁর অভিনয় ছিল সাবলীল। কমেডি থেকে নেগেটিভ নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়। জিৎ প্রযোজিত শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এই ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছিল।ছবিটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী। শুভময় ভালো মিমিক্রিও করতে পারতেন।
ফেসবুকে শুভময় চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর জানান পরিচালক অয়ন সেনগুপ্ত। সেখানে তিনি লিখেছেন, ‘তুমি যেখানেই থাকো… ভালো থেকো দাদা….কোলকাতা নাট্যসেনা এবং গুরুকুলের পক্ষ থেকে তোমার আত্মার শান্তি কামনা করি।’ ‘ষড়রিপু’ সিনেমার পরিচালক অয়ন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘চলে গেল শুভদা। শুভময় চট্টোপাধ্যায়। বিভিন্ন জনের মিমিক্রি করতে ক্লান্তি ছিল না শুভদার। সুঅভিনেতা, সুগায়ক, দারুণ রসিক, প্রবল আড্ডাবাজ আর চমৎকার একজন লেখক। চোলাই ছবির সংলাপ লিখেছিল শুভদা।’ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভালো থেকো শুভদা। আর কিছু বলবো না।’ তাঁর মৃত্যুতে গোটা টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।