বিনোদন
এভারেস্টজয়ী পিয়ালীর বাড়িতে ‘বুম্বা’দা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত মাসের ২২ তারিখে ইতিহাস গড়েছিলেন পিয়ালী বসাক। সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে বাংলার মুখ উজ্জ্বল করেন চন্দননগরের ভূমিকন্যা। এবার তাঁর সঙ্গে দেখা করলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পিয়ালীর সঙ্গে কথা বলে তাঁর কাছের জন্য শুভেচ্ছা জানায় বুম্বাদা।
উল্লেখ্য, বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাবা-মেয়ের জীবনযুদ্ধের কাহিনী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই ছবির নাম ‘আয় খুকু আয়’। সেই ছবির প্রচারেই চন্দননগর গিয়েছিলেন তিনি। প্রসেনজিত নিজেই জানালেন, চন্দননগরের পিয়ালীর কৃতিত্বে গর্বিত গোটা রাজ্য। তাই তাঁর কাছে আসা মানে মেয়ের কাছে আসা। এখানেই কোথায় যেন রিল আর রিয়েল এক হয়ে গেল। অভিনেতাকে স্বাগত জানিয়ে এভারেস্টজয়ী বলেন,’আগে খুব একটা সিনেমা দেখা হত না। এখন দেখি, ফেসবুকে ফলো করি। খুব ভালো লাগে। নতুন ছবির জন্য শুভেচ্ছা।’ অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পিয়ালিকে বলেন,’ও বাস্তবের একজন যোদ্ধা। আমাদের ছবি রিলিজ করছে বাবা মেয়েকে নিয়ে। তুমি হচ্ছ বাংলার সবচেয়ে বড় খুকু। সেজন্য ভাবলাম ছবি রিলিজের আগে তোমার সঙ্গে দেখা করব।’
মূলত, গ্রাম্য বাবা মেয়ের গল্প দেখা যাবে এই ছবিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে নির্মল মণ্ডল একজন হকার। তিনি ট্রেনে হকারি করেন। তাঁর মেয়ে হচ্ছে দিতিপ্রিয়া রায় ওরফে বুড়ি। বাবা মেয়ের সংসার। মেয়ের কাছে তার বাবাই মা, বাবাই বাবা। নির্মল একাই বুড়ির বাবা এবং মায়ের দায়িত্ব পালন করে মেয়েকে মানুষ করছেন। মতবিরোধ, মনোমালিন্য এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে একটা দুর্ঘটনা, দোষীদের শাস্তি পাওয়া, ইত্যাদি।