খেলা-ধূলা
বিস্ফোরক বিরাট! টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগেই নাকি জানতে পেরেছিলেন তিনি ওয়ানডে অধিনায়ক নেই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। গত ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দল নির্বাচনের আগেই টুইট করে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয় বিরাট কোহলির পরিবর্তে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
এরপরই শুরু হয়ে যায় বিতর্ক। নিজের ইচ্ছাতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে ছিলেন বিরাট। তখনই তিনি জানিয়েছিলেন, টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের দল ঘোষণার সময় শুধুমাত্র টুইট করে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতের কথা ভেবে বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মাকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। বোর্ডের এই সিদ্ধান্তে যে বিরাট খুব একটা খুশি হননি, তা বুধবার তাঁর বক্তব্য থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিরাট জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল নির্বাচনের মাত্র দেড় ঘণ্টা আগেই তিনি নাকি, জানতে পেরেছিলেন যে তিনি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন না।
বুধবার সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি বলেছেন, ‘বিসিসিআই এর সঙ্গে আমার এই নিয়ে কোনও কথা হয়নি। ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ফোন রাখার আগে, আমাকে বলা হয়েছিল, পাঁচ নির্বাচক সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওডিআই অধিনায়ক হব না। তাতে আমার প্রতিক্রিয়া ছিল, ঠিক আছে। আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। আমার এবং রোহিতের মধ্যে কোনও খারাপ সম্পর্ক নেই। শেষ দু’বছর ধরে একই কথা বলে আমি ক্লান্ত। দলকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। রোহিত দারুণ অধিনায়ক এবং পারদর্শী।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে ওরা আমার থেকে ১০০ শতাংশ ঠিকই বার করে নেবে। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে দলের জন্য ওরা যে লক্ষ্য ঠিক করবে , আমি সেই ভাবেই কাজ করব। কিন্তু আমার কোনও সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনও দিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।’ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে খেলতে না চেয়ে বিশ্রাম চেয়েছেন বলে যে গুজব রটেছিল, এদিন তারও জবাব দিয়েছে বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট দলের অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, টেস্টের পর তিনি ওয়ানডে সিরিজেও খেলবেন। কোহলি বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটে খেলার জন্য আমি তৈরি। আমি বিশ্রাম চাইনি।’