খেলা-ধূলা
শ্রীনিধিকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড চ্যাম্পিয়ন রিয়েল কাশ্মীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতার মাঠে কাশ্মীরের জয়-জয়কার। ১২৪ তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল রিয়েল কাশ্মীর। বুধবার ইস্টবেঙ্গল মাঠে ফাইনালে শ্রীনিধি ডেকান এফসি-কে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড খেতাব জিতল কাশ্মীরের দলটি। গত বছরও জর্জ টেলিগ্রাফকে একই ফলাফলে হারিয়ে প্রথমবার শিল্ড জিতেছিল রিয়েল কাশ্মীর।
বুধবার ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও জয় তুলে নিল রিয়েল কাশ্মীর। প্রথমার্ধের ২৯ মিনিটে খোসলার পাস থেকে চকিতে ডানদিকে ঘুরে জোরালো শটে গোল করে শ্রীনিধিকে এগিয়ে দেন ডেভিড মুনোজ। প্রথমার্ধে সেইভাবে গোলের সুযোগ তৈরি করে উঠতে পারেনি কাশ্মীর। ফলে ১-০ পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও সেই ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কাশ্মীর। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল শ্রীনিধি। তেলেঙ্গানার এই দলটিকে সবাই যখন চ্যাম্পিয়ন বলে ধরে নিয়েছে, তখনই ম্যাচে টুইস্ট। ৯২ মিনিটে কাশ্মীরের হয়ে গোল করেন ফ্রান গঞ্জালেস।
রবার্টসনের বল বুক দিয়ে নামিয়ে শট নেন তিনি। অবধারিতভাবে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু ৯৯ মিনিটে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিজেরাই নষ্ট করে দেয় শ্রীনিধি। আত্মঘাতী গোলে টানা দ্বিতীয়বার আইএফএ শিল্ড খেতাব জয় নিশ্চিত করে ফেলে রিয়েল কাশ্মীর। শেষের দিকে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠেছিল শ্রীনিধি। কিন্তু কাশ্মীর গোলরক্ষক লক্ষ্যে স্থির থাকায় ম্যাচের ফলাফল বদলানো সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন দলের হাতে শিল্ড তুলে দেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক দেবাশিস কুমার। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
এছাড়াও ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন শিশির ঘোষ, মেহতাব হোসেন, রহিম নবিদের মতো প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন বন্দোপাধ্যায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট সুব্রত দত্ত। সাফল্যের সঙ্গে ১২৪ তম আইএফএ শিল্ড আয়োজন করতে পেরে খুশি আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। আইএফএ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি সব সময় বাংলার ফুটবলের স্বার্থে আইএফএ-এর পাশে থাকার বার্তা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।