লিটন দাস কে বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি
Connect with us

খেলা-ধূলা

লিটন দাস কে বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি

Rate this post

গতকাল হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেডে লিটনের ব্যাটিং পাওয়ারে মন্ত্রমুগ্ধ ছিলেন ক্রিকেট বিশ্ব  । অন্যদিকে ফিল্ডিংয়ে ছিলেন বর্তমান বিশ্বের সেরা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে বৃষ্টির বাধায় থেমে যায় লিটনের ব্যাটের আঁচড়। অবশেষে একসময় হেরে যায় বাংলাদেশ। ভারতের বিজয় ম্যাচের পর হাত মেলানোর সময় লিটনের পিঠ চাপড়ে দিয়েছিলেন কিং কোহলি।

জানা যায় সেই সময় কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস। কোহলির ব্যাটের লোভ সামলাতে পারেন না বড় বড় ক্রিকেটাররা। বহু সময়ে কোহলির ব্যাট চেয়ে উপহার পেয়ে থাকেন অনেকেই । এবার সেই তালিকায় যোগ দিলেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান লিটন । ভারতের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানের থেকে একবার চাওয়াতেই ব্যাট চেয়ে পেয়েছেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দল যখন ডাইনিংয়ে ছিল তখন লিটনকে এসে ব্যাট দিয়ে যান কোহলি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিরাট কোহলির থেকে ব্যাট ম্যাচের পরপরই চেয়েছিলেন লিটন। এরপর বিরাট খোদ ব্যাট নিয়ে ডাইনিংয়ে হাজির হন৷

লিটন এই ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস তোলেন। বিশ্বকাপে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তবে প্রিয় জায়গা ওপেনিংয়ে আসতেই জ্বলে ওঠে এই ডানহাতি  তরুণ ব্যাটসম্যান। বৃষ্টির পর দ্বিতীয় বলেই এক রানের সিঙ্গেল নেবার সময় ভেজা ঘাসে পা পিছলে কে এল রাহুলের হাতে রান আউট হন লিটন। ইতি ঘটে ৭ চার ৩ ছয়ের এক ধ্রুপদী ইনিংস পর্বের।

Advertisement

বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে ম্যাচসেরা হতেন লিটন দাস। পরাজয়ে বদলে যায় সেই মুদ্রার পিঠ। ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে লিটনকে ব্যাট দেওয়া কোহলিই হন সেদিনের ম্যাচসেরা।