খেলা-ধূলা
ভারতীয় ক্রিকেটে ‘বিরাট’ বদল! এবার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সময় ভালো যাচ্ছে না বিরাট কোহলির। অনেক দিন ধরেই ব্যাটে বড় ইনিংস নেই। তার ওপর অধিনায়ক হিসেবেও তেমন সাফল্য নেই। গত বছর আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে ছিলেন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট। চলতি দক্ষিণ আফ্রিকা সফরের আগেই ওয়ানডে সিরিজের অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেয় বোর্ড। তাঁর জায়গায় টি-টোয়েন্টির পর একদিনের দলেরও অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। ওয়ানডে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতর্কেও জড়িয়েছিলেন বিরাট। উত্তাল হয়েছিল গোটা দেশ। তাই দক্ষিণ আফ্রিকায় বিরাট কোহলির পারফরমেন্সের দিকে নজর ছিল সবার। কিন্তু কেপটাউন টেস্টে হেরে সিরিজ হারের ২৪ ঘণ্টার মধ্যেই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। শনিবার সন্ধেয় টুইট করে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে হারের কারণেই এই সিদ্ধান্ত কিনা, তা অবশ্য জানা যায়নি। তাঁর এই এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত এবং হতাশ ক্রিকেটপ্রেমীরা। এদিন আচমকাই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন বিরাট। অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করতে গিয়ে বিরাট টুইটারে একটি লম্বা পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘৭ বছর ধরে অধিনায়কের দায়িত্ব সামলেছি। একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। অত্যন্ত সততার সঙ্গে নিজের কাজ করেছি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়। এই যাত্রাপথে অনেক ওঠা-পড়া ছিল। কিন্তু চেষ্টা ও বিশ্বাসে কোনও খামতি ছিল না।
যা করেছি তাতে নিজের ১২০ শতাংশ দিয়েছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।’ পোস্টে বিরাট আলাদা করে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং মহেন্দ্র সিং ধোনিকেও ধন্যবাদ জানিয়েছেন। বিরাট লিখেছেন, ‘রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য। ভারতীয় দল যে ভাবে একটা গাড়ির মতো ধারাবাহিক ভাবে উপরে উঠে এসেছে, সেই গাড়ির ইঞ্জিন ছিলেন ওঁরা। আমার দর্শনকে সত্যি করার জন্য তোমাদের ভূমিকা অসামান্য। এমএস ধোনিকে সব থেকে বেশি ধন্যবাদ আমাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিশ্বাস ধোনির ছিল।
’ ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন কোহলি। প্রথম টেস্টে ধোনির চোট থাকায় কোহলি অধিনায়কের দায়িত্ব সামলান। সিরিজের তৃতীয় টেস্টে অবসর ঘোষণা করেন ধোনি। তাই শেষ টেস্ট থেকেই পাকাপাকি ভাবে এতোদিন সাদা জার্সিতে অধিনায়কের দায়িত্ব সামলেছেন কোহলি। তাঁর অধিনায়কত্বে ৬৮ টেস্টের মধ্যে ৪০টিতে জিতেছে ভারত। বিরাটের এই টুইটের ৯ মিনিটের মধ্যেই তাঁকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, ‘ বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে অভিনন্দন জানাচ্ছে তাঁর অসাধারণ নেতৃত্ব ক্ষমতার দিয়ে ভারতীয় টেস্ট দলকে এক অবিস্মরণীয় উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য। তিনি ভারতকে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবং অন্যতম সফল অধিনায়ক হিসেবে ৪০ ম্যাচে জিতেছেন।’