বাংলার খবর
দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের, প্রতিবাদে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গৃহশিক্ষক। ঘটনার প্রতিবাদে সপ্তাহের প্রথম দিনে পথ অবরোধে উত্তাল হয়ে উঠল ৬০ নম্বর জাতীয় সড়ক। পুলিশ জানিয়েছেন, মৃত ওই গৃহশিক্ষকের নাম মহান্ত। তাঁর বাড়ি মেজিয়ার নগরডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো তিনি রবিবারও সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় সীতাডাঙ্গাল গ্রাম থেকে গৃহশিক্ষকতা করে সাইকেলে চড়ে নিজের গ্রামের বাড়ি ফিরছিলেন। সেই সময় জামকুড়ি মোড় এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই গৃহশিক্ষক। এদিকে জাতীয় সড়কে এভাবে ফের প্রাণহানির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় করতে শুরু করেন ওই দুর্ঘটনাস্থানে।
শুধু তাই নয়, তাঁরা মৃতদেহ ঘিরে রেখে বিক্ষোভ শুরু করেন। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে মেজিয়া থানার পুলিশ পৌঁছালে বিক্ষোভের মুখেও পড়েন পুলিশকর্মীরাও। ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ এবং ঘাতক গাড়িটিকে আটক করার দাবিকে সামনে রেখে মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখেই চলে বিক্ষোভ। দীর্ঘক্ষন আলাপ-আলোচনার পর পুলিশি আশ্বাসে অবশ্য অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তারপরেই ফের স্বাভাবিক হয় যান চলাচল।
আরও পড়ুন: মা এখানে অষ্টভূজা, মায়ের পায়ের নীচে নেই মহাদেব, জেনে নিন চঞ্চলা কালীপুজোর অজানা ইতিহাস
অন্যদিকে, পুকুরের জল থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এটি নিছক খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে,
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া গ্রামে। সোমবার সকালে স্থানীয়রা পুকুরের জলে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের জেরে মর্মান্তিক পরিণতি যুগলের, চাঞ্চল্য এলাকায়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রঙলাল সিং। বাড়ি দেশুড়িয়া গ্রামেরই সিং পাড়ায়। মৃতদেহে পচন ধরে যাওয়ায় পুলিশ ও স্থানীয়দের দাবি ওই ব্যক্তির মৃত্যু হয়েছে দিন কয়েক আগেই। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহের কোথাও ক্ষত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।