বাংলার খবর
কয়লা পাচারকাণ্ডে ED-সদর দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়লা পাচারকাণ্ডে সোমবার ED-এর দফতর দিল্লিতে তলব করা হয়েছে সস্ত্রীক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ইডির দফতর দিল্লিতে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁদের। যদিও ইডির এই শমনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে রয়েছে অভিষেকের দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়াও হাতে রয়েছে তাঁদের বিরুদ্ধে অন্য অ্যাকাউন্টে টাকা পাচার সহ বেশকিছু নতুন তথ্যপ্রমাণ। যার ভিত্তিতে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জেরা করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইডির অভিষেককে জেরার বিষয়ে তাঁকে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় রাজ্য সহসভাপতি।
আরও পড়ুন: উপনির্বাচনে প্রকাশিত হল BJP-এর প্রার্থী তালিকা! আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে কেয়া
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ED-তলব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,”আগে নিজের দাবির সত্যতা প্রমাণ করুক। নাহলে মাথা উঁচু করে জেলে যেতে হবে।” যদিও বিজেপির এহেন দাবিতে কর্ণপাত করতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সস্ত্রীক শীর্ষ আদালতে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শুভেন্দুর হুমকি, রায়গঞ্জের বিধায়কের নিরাপত্তা জোরদার করল রাজ্যসরকার
অন্যদিকে, ED-এর দফতরে হাজিরা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”১০ পয়সারও দুর্নীতি প্রমাণ করতে পারবে না। প্রকাশ্যে যারা কাগজ মুড়িয়ে টাকা নেই তাঁদেরকে কেন ডাকে না ED-CBI। তৃণমূলের জয়ে গাত্রদাহ হচ্ছে বিজেপির। তার জন্য এমন ষড়যন্ত্র করা হচ্ছে। কলকাতাতেও ED-দফতর থাকা সত্ত্বেও আমাকে দিল্লিতে তলব করা হল কেন?”