Uncategorized
মোবাইল খারাপ হয়ে যাওয়ার দুঃখে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে আনেকদিনই। সেই আসক্তি কমানোর জন্য বার বার বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু করোনা অতিমারীর জন্য সারা দেশ জুড়ে লকডাউন জারি হয়। বন্ধ হয়ে যায় স্কুল-কলেজের পঠনপাঠন। পড়াশোনা শুরু হয় অনলাইনে তথা মোবাইলে।
ফলে মোবাইলের প্রতি শিশু ও যুব সমাজের আসক্ত হওয়া বাড়তে থাকে। অনেকের স্মার্টফোন না থাকায় অনলাইন ক্লাস করতে অসুবিধা হচ্ছিল। ঠিক এই কারণেই রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের দশ হাজার টাকা দেওয়া শুরু করে। টাকা পাওয়ার পর দশম শ্রেণিতে পড়া মেয়েকে স্মার্ট ফোন কিনে দিয়েছিলেন বাবা-মা। সেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করল। জলপাইগুড়ির ধুপগুড়ির ধাউকিমারি এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মোবাইল পাওয়ার পর থেকেই মোবাইলের প্রতি ঝোঁক বাড়ে পূজা সরকার নামে ওই ছাত্রীর।
নাওয়া-খাওয়া ছেড়ে মোবাইল নিয়েই ব্যস্ত থাকত ওই ছাত্রী। কিন্তু, কয়েকদিন আগেই তার মোবাইল খারাপ হয়ে যায়। তারপর থেকেই মোবাইল ঠিক করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বাবা-মায়ের ওপর। কিন্তু মোবাইল ঠিক করার জন্য দরকার আড়াই হাজার টাকা। তা না দিতে পারায় বৃহস্পতিবার রাতে বাড়িতেই ওই ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের এই কাণ্ডে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা হরেকৃষ্ণ সরকার এবং মা দিপালী সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।