Uncategorized
স্বামীর মাথা কেটে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বামীকে খুন করে তাঁর মাথা কেটে নিয়ে থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম বসুন্ধরা (৫০)। তাঁর স্বামী রবিচন্দর (৫৩)।
বৃহস্পতিবার স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন মহিলা। জানা গিয়েছে, অভিযুক্ত ও তাঁর স্বামীর ২৫ বছরের বৈবাহিক সম্পর্ক। তাঁদের ২০ বছরের একটি ছেলেও রয়েছে। তবে কিছুদিন ধরেই ওই দম্পতির মধ্যে সমস্যা চলছিল। বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে বলে স্বামীকে সন্দেহ করতেন অভিযুক্ত মহিলা।
সেই নিয়েই বৃহস্পতিবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্বামী-স্ত্রী। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। মহিলা প্রথমে তাঁর স্বামীকে ছুরি দিয়ে আঘাত করেন, এরপর মাথা কেটে নেন। সেই কাটা মাথা প্লাস্টিকে মুড়ে অটোতে করে থানায় নিয়ে যান মহিলা। মাথা হাতে নিয়েই পুলিশের সামনে আত্মসমর্পণ করে তিনি। ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।