দেশের খবর
ট্যাবলো বিতর্কের মাঝেই ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি! ঘোষণা প্রধানমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অমর জওয়ান জ্যোতির শিখা নিয়ে শুক্রবার সকাল থেকেই রীতিমতো তোলপাড় জাতীয় রাজনীতি। শুক্রবার সকালেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয় বিকাল সাড়ে তিনটে নাগাদ ‘নিভিয়ে’ দেওয়া হবে অমর জ্যোতির শিখা। এরপরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক।
আর সেই বিতর্কের আগুনের মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন মোদি স্বয়ং। নেতাজির ট্যাবলো নিয়ে বিতর্কের মধ্যেই এদিন সকালে টুইটারে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, ইন্ডিয়া গেটে বসছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিশাল গ্রানাইটের মূর্তি। শুক্রবার দুপুরে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এই বছর যখন দেশজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে, তখন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে নেতাজির এই জন্মদিবস উপলক্ষে গ্রানাইট পাথরে তৈরি নেতাজির এই মূর্তিটি ইন্ডিয়া গেটে স্থাপিত হবে। নেতাজির কাছে চিরঋণী আমাদের দেশ। আর তাই নেতাজিকে শ্রদ্ধা জানাতে এই মূর্তি স্থাপন করা হচ্ছে।’ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই সরকারি তরফে একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে, ইন্ডিয়া গেটে ওই বিশাল গ্রানাইটের মূর্তিটি বসলে কেমন দেখতে লাগবে।
যত দিন না মূর্তি তৈরি হচ্ছে, তত দিন ওই জায়গায় নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রবিবার হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া গেটের যেখানে ইংল্যান্ডের রাজা কিং জর্জের মূর্তি ছিল সেখানেই বসানো হবে নেতাজির মূর্তি। ১৯৬৮ সালে জর্জের মূর্তি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর দু’দিন পরেই নেতাজির জন্মদিন। দেশজুড়ে মহা আড়ম্বরে পালিত হবে নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী। আগেই কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবার আর ২৬ জানুয়ারি নয় ২৩ জানুয়ারি থেকেই শুরু হবে সাধারণতন্ত্র দিবস পালনের অনুষ্ঠান। অন্যদিকে এই বছরই ৭৫তম বর্ষে পদার্পণ করছে দেশের স্বাধীনতা। তাই সারা বছর ধরে এক গুচ্ছ কর্মসূচীর মাধ্যমে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ উৎসব পালন করতে চলেছে কেন্দ্র। এই উৎসব শুরুর ঠিক দু’দিন আগেই নেতাজির মূর্তি স্থাপনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।