দেশের খবর
সৌরভের চিকিৎসায় গঠিত হল তিন সদস্যের মেডিক্যাল বোর্ড, পরামর্শ নেওয়া হচ্ছে দেবী শেঠির! খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, অমিতাভ বচ্চন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আক্রান্ত হয়ে সোমবার রাত থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক পরীক্ষায় সোমবার সকালেই সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর ফের নমুনা পরীক্ষা করানো হয়।
দ্বিতীয় রিপোর্টও পজেটিভ আসে বলে খবর। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যদিও মহারাজের স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ ওমিক্রনে আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তাঁর জিন সিকোয়েন্সিঙের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এবং সেই নমুনা কল্যাণীতে টেস্টের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে তিনি ওমিক্রন না করোনার অন্য কোনও প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। শরীরে সামান্য উপসর্গ থাকায় সৌরভকে মোনোক্লোনাল ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়েছে। সৌরভের চিকিৎসার জন্য তিন সদস্যের চিকিৎসকদল গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ডাক্তার সরোজ মণ্ডল, ডাক্তার সপ্তর্ষি বসু এবং ডাক্তার সৌপ্তিক পণ্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও আফতাব খানের।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এই কথা জানানো হয়েছে। তবে কীভাবে সৌরভ করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। গত কয়েক দিনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। কয়েকদিন আগেই মুম্বই থেকে ফিরেছিলেন। তারপর দেব অভিনীত একটি বাংলা সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। সেখানে অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা পজেটিভ আসার পরই অভিনেতা দেব টুইট করে জানিয়ে দিয়েছেন, তিনি করোনা টেস্ট করেছেন এবং তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। দেব টুইটারে লিখেছেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা পজেটিভ হওয়ার পরে আমি প্রচুর ফোন পেয়েছি। কোনও ঝুঁকি না নিতেই আমি আজ করোনা টেস্ট করেছি। এবং ভগবানের কৃপায় আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
‘ এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক হাসপাতালে ভর্তি হতেই সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। মঙ্গলবার দুপুরেই তিন দিনের সফরে গঙ্গাসাগরের গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি ফোন করে বিসিসিআই সভাপতির শরীরের খোঁজ নিয়েছেন। হৃদরোগের সমস্যা নিয়ে এর আগেও যখন সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও ফোন করে সৌরভের খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে। সিপিএম, বিজেপির মতো রাজনৈতিক দলের পক্ষ থেকেও সৌরভের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ নেওয়া হয়েছে। অমিতাভ বচ্চনও সৌরভের পরিবারের সদস্যদের থেকে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে।