বাংলার খবর
অবশেষে শেষ হল ‘বাঘ বন্দী খেলা’! ঘুমপাড়ানি গুলি করে খাঁচাবন্দি করা হল রয়্যাল বেঙ্গল টাইগারকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ ছ’দিনের লুকোচুরির পর অবশেষে কুলতলিতে শেষ হল ‘বাঘবন্দি’ খেলা! মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গল থেকে ধরা হয়েছে ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে। বাঘ বাবাজিকে খাঁচা বন্দী করতে মঙ্গলবার সকাল থেকেই শেখপাড়া লাগোয়া জঙ্গলে জলকামান ছোড়া শুরু করে বন কর্মীরা।
তখনই একবার বাঘের দেখা মিললেও পরক্ষণেই সে আবারও জঙ্গলে লুকিয়ে পড়ে। এরপরই বাঘের অবস্থান নির্দিষ্ট করতে ড্রোনের সাহায্য নেন বনকর্মীরা। তারপরই বনকর্মীরা জঙ্গলে ঢুকে গাছের উপর থেকে বাঘের পা লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়ে। সেই গুলিতে বাঘ কিছুটা কাবু হলেও পুরোপুরি নিস্তেজ না হওয়ায় তাকে খাঁচাবন্দি করা যায়নি। তখনও রীতিমতো হুংকার ছাড়ছিলেন বাঘ বাবাজি। তারপর আবারও তাকে দ্বিতীয়বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তারপর বনকর্মীরা রয়্যাল বেঙ্গলকে খাঁচাবন্দি করতে সক্ষম হন।
এরপর বাঘটিকে লঞ্চে করে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তার চিকিৎসা চলবে। তারপর তাকে ছাড়া হবে জঙ্গলে। গত বুধবার জঙ্গল ছেড়ে মৈপীঠে ঢুকে পড়ে বাঘটি। বন দফতর সেখানে তাকে ধরতে এলে অন্যত্র পালিয়ে যায় বাঘটি। তার পর থেকে শেখপাড়া এলাকাতেই বাঘটি লুকিয়ে রয়েছে বলে জানিয়েছিলেন বন দফতরের আধিকারিকেরা। শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গল ত্রিস্তরীয় জাল দিয়ে ঘিরে ফেলে বন দফতর। ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। অবশেষে মঙ্গলবার অনেক কসরতের পর ধরা পড়তেই কুলতলিতে রয়্যাল বেঙ্গল রহস্যের যবনিকা পতন হল।