দেশের খবর
দ্য কেরালা স্টোরি নিয়ে জল্পনা এবার দেশের বাইরেও

বেঙ্গল এক্সপ্রেস: “দ্যা কেরেলা স্টোরি” সুদীপ্ত সেনের পরিচালিত এই ছবি ভারতবর্ষে কম হাঙ্গামা মাচাইনি। বক্স অফিসে ২০০ কোটির উপরেও ইনকাম করেছে এই ছবি। এইবার দেশ ছেড়ে বিদেশে ও ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও হচ্ছে হাঙ্গামা।
মরিশাসেতে এক থিয়েটারের মালিক ‘দ্য কেরালা স্টোরি’ তার সিনেমা হলে দেখানোর জন্য পেল এক হুমকির চিঠি। সেই চিঠিতে লেখা আছে “সিনেমা হলের নিচে বোমা পোতা রয়েছে, সিনেমা হল উড়িয়ে দেব”,” আরও যদি কেরালা স্টোরির দেখান তাহলে সিনেমা হল ধুলোয় মিশে যাবে”। এইরকম চিঠি পেয়ে সিনেমা হলের মালিক যখন জানান তখন তার সিনেমা হলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। যদিও সুদীপ্ত এখন এই বিষয় নিয়ে কিছু বলেননি। বিপুল এবং সেই হল মালিকের সন্দেহ যে আইসিস জঙ্গিদের সমর্থকরা এই ধরনের হুমকি পাঠিয়েছে তাকে।
আরও পড়ুন-বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বাজারে এলো Majestic Dreams Ultra কোম্পানি
এরকম হুমকি এর আগে অভিনেত্রী আদা শর্মা ও পেয়েছেন। বিভিন্ন দেশ এবং বিভিন্ন রাজ্য থেকেও তিনি ফোন কলে হুমকি পেয়েছেন। এরকম হুমকি দেওয়ার কারণে পুলিশ এক ব্যক্তিকে আটকও করেছেন। পরিচালক বলেছেন যে, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে। কেউ যদি বলে এটি কাল্পনিক তাহলে সে ভুল করছে। অপরদিকে “কাল্পনিক” না বললে বাংলায় প্রকাশিত হবে না এমন নির্দেশ জানিয়েছেন সুপ্রিমকোর্ট। বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ই মে এই ছবি বাংলায় নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞা উঠলেও শুধুমাত্র বনগার সিনেমা হল ছাড়া বাংলার আর কোন সিনেমা হলেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি দেখানো হচ্ছে না।