নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় পুলিশের কনস্টেবল
Connect with us

বাংলার খবর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় পুলিশের কনস্টেবল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অটোর মধ্যে এক নাবালিকারকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবল দেবু মন্ডলকে গ্রেফতার করল উল্টোডাঙ্গা থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃত দেবু মন্ডল মানিকতলা থানায় কর্মরত। এদিকে খোদ পুলিশের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বিষয়ের তীব্র নিন্দা করে তিনি বলেন, ”পশ্চিমবাংলা কোনও ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। পুলিশ বলেও ছাড় পেয়ে যাবে না। এ রাজ্যে আইনের শাসন চলছে।”

আরও পড়ুন: নিমন্ত্রণ হয়নি সাধের অনুষ্ঠানে, বিদ্যালয়ের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন শিক্ষিকারা

Advertisement

অন্যদিকে, গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ। শ্বশুরবাড়ির লোকজনকে মারধর করলো গৃহবধূর বাপের বাড়ির লোকজন। জানা গিয়েছে, হাওড়া হাসপাতালে দুই বাড়ির লোকজনের মধ্যে প্রথমে বচসা ও পরে মারধরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে CBI তলব, নিজাম প্যালেস হাজিরার নির্দেশ

জগদীশ পুরের কয়ালপাড়ার বাসিন্দা পিঙ্কি দেবনাথের সঙ্গে শুভঙ্কর দেবনাথের বছর আটেক আগে প্রেম করে বিয়ে হয়। পিঙ্কির পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত টাকার জন্য। শনিবার পিঙ্কিকে বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করে মৃতার পরিবারের লোকজন ।

Advertisement