বাংলার খবর
হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা, প্রতিবাদে পথ অবরোধ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির হামলায় ফসলের ও ঘরবাড়ির প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। হাতির হামলা থেকে বাঁচতে এবং ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সাঁকরাইল ব্লকের নিমপুরা এলাকার বাসিন্দারা ওই এলাকায় থাকা হাতিগুলিকে তাড়ানোর জন্য এবং হাতির হামলায় যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নিমপুরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ।
এদিকে এই অবরোধের জেরে কেশিয়াপাতা থেকে গজাশিমুল যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুত হাতির দলকে ওই এলাকা থেকে সরাতে হবে। সেই সঙ্গে যাদের ঘরবাড়ি ও ফসলের হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে গ্রামবাসীদের দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান।
আরও পড়ুন: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
এদিকে অবরোধের ফলে বৃহস্পতিবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। নিমপুরা এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধের ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে হয়েছে। ঘটনাস্থলে আসে বন দফতরের আধিকারিক ও কর্মীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন এবং বিকাল ৪ টার পর থেকে হাতির দল টিকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়ার কাজ শুরু করবেন বলে তারা জানান।
আরও পড়ুন: জম্মু কাশ্মীরে এনকাউন্টার: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা
সেইসঙ্গে বন দফতরের আধিকারিকরা জানান, যাদের চাষের জমির উপর হাতির দল তান্ডব চালিয়েছে তা খতিয়ে দেখে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করায় অবশেষে বেলা ১ টা নাগাদ পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।