২.২ কেজি সোনার গহনা সহ হাওড়া স্টেশন থেকে আটক এক
Connect with us

বাংলার খবর

২.২ কেজি সোনার গহনা সহ হাওড়া স্টেশন থেকে আটক এক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ২.২ কেজি সোনার অলংকার-সহ এক ব্যক্তিকে বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করল জিআরপি। বেআইনি জিনিসপত্র পাচারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে এক ব্যক্তিকে সন্দেহ হয় হাওড়া স্টেশনে কর্তব্যরত জিআরপি আধিকারিকদের।

তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করতে গিয়েই জিআরপি আধিকারিকদের চোখ কপালে ওঠে। ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় ২.২ কেজির সোনার অলংকার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৯ লক্ষ টাকা। জেরার মুখে আটক ওই ব্যক্তি জানান, ছত্তিশগড়ের সারগুজা জেলায় তাঁর একটি গহনার দোকান রয়েছে। নিজের দোকানের জন্যই কলকাতার বড়বাজার থেকে এই গহনা কিনে নিয়ে তিনি যাচ্ছিলেন। যদিও বাজেয়াপ্ত ওই গহনার কোনও বিল বা বৈধ কাগজে তিনি দেখাতে পারেননি। তারপরই তাঁকে আটক করে জিআরপি। এবং পরবর্তী তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাজেয়াপ্ত সোনার গহনা সহ ধৃত ওই ব্যক্তিকে কলকাতা কাস্টমসের হাতে তুলে দেয় জিআরপি।

আরও পড়ুন – হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা, প্রতিবাদে পথ অবরোধ

Advertisement
Continue Reading
Advertisement