দেশের খবর
প্রয়াত দেশের প্রথম মোবাইল ব্যবহারকারী মন্ত্রী পণ্ডিত সুখরাম শর্মা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পণ্ডিত সুখরাম শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৪ বছর। সোমবার হার্ট অ্যাটাকের পরই তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। এরপরই তাঁকে দিল্লির এইমস-এর ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়। গত ৪ মে তাঁর একটি ব্রেন স্ট্রোক হয় বলে জানিয়েছেন এইমসের চিকিৎসকেরা।
বুধবার সকালে পণ্ডিত সুখরাম শর্মার দেহ তাঁর হিমাচলের মাণ্ডিতে তাঁর পারিবারিক বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: অর্জুনের ময়নাতদন্তের রিপোর্টকে হাতিয়ার করে অমিত শাহের পদত্যাগ দাবি অতীন, ফিরহাদের
মঙ্গলবার এই বর্ষীয়ান নেতার প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর নাতি তথা অভিনেতা আয়ুশ শর্মা। উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পণ্ডিত সুখরাম শর্মাই প্রথম যিনি দেশের প্রথম মোবাইল ফোন ব্যবহারকার করেন। তাই তাঁকে দেশের মোবাইল ফোন সংযোগের জনক মনে করা হয়।
১৯৯৫ সালের ৩১ জুলাই তিনিই প্রথম সেলফোনের কলটি রিসিভ করে ‘হ্যালো’ বলেছিলেন। নরসিমা রাও সরকারে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জনসংযোগ মন্ত্রী ছিলেন পণ্ডিত সুখরাম শর্মা। পরবর্তীতে তিনি কংগ্রেসে যোগদান করেন। বুধবার হনুমানঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।