অ্যাকটিভ কেসের সংখ্যা কমলেও, বাড়ল করোনায় মৃতের সংখ্যা
Connect with us

দেশের খবর

অ্যাকটিভ কেসের সংখ্যা কমলেও, বাড়ল করোনায় মৃতের সংখ্যা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: খানিকটা কমল করোনায় আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও উদ্বেগ বাড়িয়েছে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। যা রবিবারের তুলনায় বেড়েছে সামান্য।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬,৮৬৬ জন। যা রবিবারের তুলনায় খানিকটা কম। অন্যদিকে, দেশের কোভিডের বলি ৪১ জন। এই সংখ্যা রবিবারের তুলনায় সামান্য বেশি। এদিকে, রবিবার অ্যাকটিভ কেস ছিল ১ লক্ষ ৫২ হাজারের। আর সোমবার তা নেমে এল ১ লক্ষ ৫০ হাজারে ৮৭৭এ। যা ক্রমশ নিম্নমুখী। রবিবারের তুলনায় ১৩২৩ কম। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮,১৪৮ জন। সুস্থতার নিরিখে তা ৯৮.৪৬ শতাংশ। পজিটিভিটি রেট ৭.০৩ শতাংশ।

এদিকে, মহারাষ্ট্রে মিলেছে সোয়াইন ফ্লু রোগে আক্রান্তের সন্ধান। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত সর্বমোট ১৪২ জন আক্রান্তর সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে ৭জন আক্রান্তের মৃত্যুর খবরও মিলেছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি সংক্রমিত পাঁচ রাজ্য হল মহারাষ্ট্র (২৩৩৬), কেরল (২২৫২), তামিলনাড়ু (২০১৪), পশ্চিমবঙ্গ (১৮৪৪) এবং কর্ণাটক (১৪৫৬)। এছাড়া ওড়িশাতেও একদিনে আক্রান্ত হাজারের বেশি। গুজরাট ও দিল্লির পরিস্থিতি তুলনামূলক স্বস্তিজনক। আবার পুণেতে ওমিক্রণের সাব-ভ্যারিয়েন্ট BA.5-তে আক্রান্ত দু’জন। BA.4 ও BA.5 মিলিয়ে মহারাষ্ট্রে সংক্রমিত মোট ১৬০ জন।

Advertisement

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.