Balwinder Safri: দুঃসংবাদ! চলে গেলেন বিখ্যাত গীতিকার
Connect with us

বিনোদন

Balwinder Safri: দুঃসংবাদ! চলে গেলেন বিখ্যাত গীতিকার

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৮৩ দিন হাসপাতালে ভর্তি থেকে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩ বছর।

মঙ্গলবার পঞ্জাবি গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গায়ক গুরু রানধাওয়া। এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা আপনার গানকে সম্মান করি। সঙ্গীত জগতে আপনার অবদান অবিস্মরণীয়। আলবিদা বলবিন্দর স্যার।’ জানা গিয়েছে, মৃত্যুর আগে আগে ৮৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Balwinder Safri Death News: Punjabi singer Balwinder Safri passes away  after recovering from coma

উল্লেখ্য, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ৮৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেশ কিছু অস্ত্রোপচারও করা হয়েছিল তাঁর শরীরে। সেই সঙ্গে কিছু সময়ের জন্য কোমায় ছিলেন এবং সিটি স্ক্যানেও মস্তিষ্কে জটিলতা ধরা পড়েছিল।

Advertisement

প্রসঙ্গত, ‘চান মেরে মাখনা’, ‘পাও ভাঙড়া’, ‘পার লিংগদে’ মত জনপ্রিয় গানগুলি উপহার দিয়েছেন তিনি। গায়কের মৃত্যুতে সঙ্গীত মহলে শোকের ছায়া।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.