দেশের খবর
পাঞ্জাবে পুলিশের গোয়েন্দা দফতরে বিস্ফোরণ! রাজ্যে হাই অ্যালার্ট জারি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার রাতে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরের অফিসে বিস্ফোরণ। পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরটি মোহালির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। পাশাপাশি মঙ্গলবার সকালেই টুইট করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরণের ১২ ঘণ্টা বাদে প্রথম প্রতিক্রিয়া জানান মান। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
আরও পড়ুন: রেল সফরে শিশুদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ
উল্লেখ্য, সোমবার রাতে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের বিল্ডিংয়ে একটি রকেট প্রপেলেড গ্রেনেড আছড়ে পড়ে। বিস্ফোরণের জেরে বাড়িটির জানলার কাঁচ ভেঙে যায়। তবে ঘটনায় কেউ হতাহত না হলেও জঙ্গি হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে।
অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের টুইট শেয়ার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তিনি হিন্দিতে লেখেন, ‘মোহালি বিস্ফোরণ যারা ঘটিয়েছে, তারা কাপুরুষ। তারা পাঞ্জাবে শান্তিভঙ্গ করতে চায়। আম আদমি পার্টির সরকার তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না। যেভাবেই হোক, শান্তিরক্ষা করা হবে।’ এই ঘটনায় পাঞ্জাবের শাসকদল আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দেগেছেন অকালি দলের নেতা সুখবীর সিং বাদল।