ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি, ভূমিধসে মৃত ১৪
Connect with us

দেশের খবর

ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি, ভূমিধসে মৃত ১৪

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রবল বর্ষণের কারণে বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে।

জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণে অসমের দু’টি গ্রামের প্রায় ৫০০ জন বাসিন্দা রেলের ট্রাকের উপর অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, অসমের যমুনামুখ জেলার মোট দু’টি গ্রামের বাসিন্দারা প্রবল বন্যা পরিস্থিতির কারণে রেল লাইনের ট্রাকের উপর আপাতত থাকতে শুরু করেছেন। কারণ, প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে অসমের বহু এলাকা। বিপত্তি থেকে বাঁচতে স্থানীয় মানুষদের একমাত্র ভরসা এই রেল ট্রাকই।

সূত্রের খবর, অসমের Changjurai এবং Patia Pathar গ্রামের বাসিন্দারা গত ৫ দিনের বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জলের তোড়ে তাঁদের প্রায় সবকিছুই ভেসে গিয়েছে। সহায় সম্বলহীন হয়ে অসহায় অবস্থা তাঁদের। এদিকে টানা কয়েক দিনের বন্যা পরিস্থিতিতে তাঁরা সরকার এবং স্থানীয় জেলাপ্রশাসনের তরফে কোনও রকম সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন ওই দুই জেলার বাসিন্দারা।

Advertisement

টানা বৃষ্টির ফলে অসমের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই রাজ্যের মোট ২৯’টি জেলার ২,৫৮৫ টি গ্রামের ৮ লাখের বেশি মানুষ অবিরাম বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃষ্টির কারণে ভূমিধসে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: ফের বাড়ল জ্বালানির দাম

পৈথা পাথর গ্রামের মনোয়ারা বেগম (৪৩) বর্তমানে একটি অস্থায়ী শিবিরে বাস করছেন। বন্যা থেকে বাঁচতে আরও চারটি পরিবার তাদের সঙ্গে সেখানে সবাই একই ছাদের নীচে প্রায় খাবার ছাড়াই অমানবিক পরিস্থিতিতে বসবাস করছে।

Advertisement

মনোয়ারা বেগম বলেন, ”তিন দিন আমরা খোলা আকাশের নিচে ছিলাম, তারপর কিছু টাকা ঋণ নিয়ে এই ত্রিপলের চাদরটি কিনেছিলাম। আমরা মোট ৫’টি পরিবার একই চাদরের নিচে বসবাস করছি।” সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং জাতীয় ও রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ বাহিনী বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে ২১,৮৮৪ জন মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে এনকাউন্টার ‘ভুয়ো’, দাবি শীর্ষ আদালতের

সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮৬,৭৭২ জন ৩৪৩ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, এবং আরও ৪১১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.