বাংলার খবর
সামান্য স্বস্তি, সপ্তাহান্তে রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার মূলত মেঘলা আকাশ। দু’এক পশলা হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
আজ ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। গতকাল শহরে বৃষ্টিপাত হয়েছিল ৬.৮ মিলিমিটার।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, দুই মেদিনীপুরে এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জুন মাস থেকে বৃষ্টির ঘাটতি রয়েই যাচ্ছে দক্ষিণবঙ্গে। জুলাই মাসেও সেই ঘাটতি পূরণ হবার নয়। এমনই আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস।