জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার অধ্যাপক
Connect with us

দেশের খবর

জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার অধ্যাপক

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সংবাদ শিরোনামে ‘জ্ঞানবাপী মসজিদ’। বেনারসের এই জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গের সন্ধান মেলা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিপাকে পড়লেন খোদ অধ্যাপক।

জানা গিয়েছে, জ্ঞানবাপী মসজিদের ভিতরে যে শিবলিঙ্গের হদিশ মিলেছে তা নিয়ে অবমাননাকর মন্তব্য করায় পুলিশের জালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের এক অধ্যাপক। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই অধ্যাপকের নাম রতন লাল (Ratan Lal)। অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় ওই অধ্যাপককে। ধৃতকে শনিবার আদালতে তোলা হবে বলে খবর।

রতন লালকে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করা) এবং ২৯৫এ (ইচ্ছাকৃতভাবে ক্ষোভের জন্য কাজ করা) এর অধীনে গ্রেফতার করা হয়েছিল। (কোনও শ্রেণীর ধর্মীয় অনুভূতি তার ধর্ম অবমাননা করার জন্য) দিল্লি উত্তরের সাইবার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল রতন লালের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লালের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। তাঁর অভিযোগে, আইনজীবী বলেন, ”জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সে একটি ‘শিবলিঙ্গ’ পাওয়া গিয়েছে। যা প্রকৃতিতে অত্যন্ত সংবেদনশীল এবং বিষয়টি আদালতে বিচারাধীন।”

Advertisement

আরও পড়ুন: সমীক্ষা শেষ, জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গের হদিশ

এর আগে নিজের পোস্টের পক্ষে রতন লাল বলেছিলেন, “ভারতে, আপনি যদি কোনও বিষয়ে কথা বলেন, কারও বা অন্যের অনুভূতিতে আঘাত করা হবে। তাই এটা নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ এবং বেশ কিছু পর্যবেক্ষণ করেছি। আমি সেগুলি লিখেছি, আমি আমার পোস্টে খুব সতর্ক ভাষা ব্যবহার করেছি। আমি নিজেকে রক্ষা করব।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই টুইট বার্তায় শুভেচ্ছা মোদি-যোগী, শাহ-বিপ্লব দেবের

Advertisement

প্রসঙ্গত, অনেক দিন ধরেই এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে সার্ভে চালাচ্ছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। সমীক্ষা শেষে আইনজীবী বিষ্ণু জৈন (Vishnu Jain) এদিন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন যে, জ্ঞানবাপী মসজিদের ভিতরে হদিশ মিলছে একটি শিবলিঙ্গের। যেটি ভূগর্ভ থেকে ১২ ফুট ৮ ইঞ্চি নীচে রয়েছে বলে দাবি করেছেন ওই আইনজীবী। বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মসজিদ চত্বরকে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.