বাংলার খবর
Weather Update: মিলবে স্বস্তি, বর্ষণের পূর্বাভাস গোটা দক্ষিণবঙ্গে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে মহানগরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাতের জেরে কিছুটা হলেও ঘাটতি মিটেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে বুধবার সকাল থেকেই রয়েছে গুমোট গরম। আশা জাগিয়েই বেমালুম বেপাত্তা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এবার দক্ষিণবঙ্গে বাড়বে গরম। অন্যদিকে, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আগের মতোই। কাজেই গরম থেকে রেহাই মিলছে না। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। এদিকে, দফায় দফায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি হবে। অন্যদিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দুই ২৪ পরগণা এবং হাওড়ায়।
আরও পড়ুন: কার লাভ কার ক্ষতি? জেনে নিন আজকের রাশিফল
উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্যান্য জেলাগুলিতেও আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সেই আগের তীব্রতা আর দেখা যাবেনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। এদিকে ভারী বৃষ্টি হবে সমতলের তরাই ও ডুয়ার্সে। মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি বাড়বে।