'রোলব্যাকের কোনও প্রশ্নই নেই', অগ্নিপথ নিয়ে কড়া বার্তা অজিত দোভালের
Connect with us

দেশের খবর

‘রোলব্যাকের কোনও প্রশ্নই নেই’, অগ্নিপথ নিয়ে কড়া বার্তা অজিত দোভালের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশব্যাপী উত্তেজনার আগুন এখনও নেভেনি। দেশের একাধিক রাজ্য সহ এ-বাংলাতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের রেশ। তবুও কিছুতেই এই স্কীম থেকে সরকার পিছু হটবে না তা আগেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।

‘অগ্নিপথ’ নিয়ে রোলব্যাকের কোনও প্রশ্নই এবার সাফ জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার সংবাদ সংস্থা ‘ANI’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অগ্নিপথ প্রকল্পে রোলব্যাকের কোনও প্রশ্ন নেই। সরকারের এই প্রকল্প তরুণদের এবং ভারতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে।

তিনি আরও বলেন, ”যুদ্ধের পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। এই অবস্থায় সামরিক শক্তিরও পরিবর্তন দরকার। গোটা বিশ্ব এখন যোগাযোগবিহীন যুদ্ধের পথে এগোচ্ছে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে হচ্ছে লড়াই। ভারতের জাতীয় স্বার্থ ও সম্পত্তি রক্ষা করতেই হবে। দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ভারতকে সুরক্ষিত ও শক্তিশালী করতে চেয়েছেন। এর জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজন”।

Advertisement

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত অসম, ক্ষতিগ্রস্ত ৩০ লাখের বেশি মানুষ!

শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চারটি বিষয়ের উল্লেখ করেছেন। সামরিক সরঞ্জাম, ব্যবস্থাগত ও কাঠামোগত বদল, প্রযুক্তিগত বদল, লোকবল ও নীতিতে বদলের কথা বলেছেন তিনি।

এইসব পরিবর্তন ভবিষ্যতে কাজে আসবে। আর অগ্নিপথ প্রকল্পে ভারতের সামরিক শক্তি কখনই দুর্বল হবে না। চার বছর পরে যারা স্থায়ী নিয়োগ পাবে, তাঁদের কঠিন পরিশ্রম ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: Big Breaking: বিরোধীদের সিদ্ধান্তে পড়ল সিলমোহর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা

অন্য দিকে, ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যে হিংসাত্বক ঘটনা ঘটেছে তা মোটেও কাঙ্ক্ষিত নয় বলে এদিন সওয়াল করেন তিনি। এছাড়াও সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। অপরাধীদের এক এক করে ধরে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.