বাংলার খবর
অগ্নিপথে উত্তাল দেশ, অগ্নিবীরদের জন্য গান বাঁধলেন প্রাক্তন সেনাকর্তা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অগ্নিপথ নিয়ে অশান্ত দেশ। ট্রেনে বাসে আগুন জ্বলছে। অগ্নিগর্ভ পরিস্থিতি। অগ্নিবীরদের নিয়ে এবার কবিতা লিখলেন প্রাক্তন মেজর ঋত্বিক পাল।
ধ্বংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে সরব হিন্দমোটরের বাসিন্দা তথা ভারতীয় সেনা বাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল। সেই কবিতা এদিন তিনি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেন।
ঋত্বিক পাল লিখেছেন, ”দেশের বুকে ধরিয়ে চির
তুমি হবে অগ্নিবীর!ভেঙে দিয়ে
বাস গাড়ি জ্বালিয়ে ট্রেনের কামরা
দেশের এত ক্ষতি করে সৈনিক হবে তোমরা।
সেনা বাহিনীতে যোগ দেবে না?তোমার অনুশাসন কই?
হাতে তুমি পাথর তুলেছ যখন তুলতে হত বই”।
মেজরের কবিতায় ভবিষ্যতের অগ্নিবীরদের অনুশাসনের পাঠ রয়েছে। ঋত্বিক পাল মনে করেন একজন মানুষ হতে গেলে অনুশাসন জরুরি। আর দেশের সৈনিক হতে গেলে তো আরও বেশি করে তা জরুরি। মানুষের পাশে দাঁড়াতে শিখতে হয়। সেনারা হল দেশের যুবদের আইকন। সেই সেনা বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যারা তাদের এই ধরনের আচরন মানা যায় না।
আরও পড়ুন: অগ্নিবীরদের জন্য কর্মসংস্থানে বড় সুযোগ দিচ্ছেন আনন্দ মাহিন্দ্রা
ঋত্বিক পাল নিজে করোনা অতিমারির সময় তার বন্ধুকে নিয়ে অক্সিজেন কনসেনট্রেটর বানিয়েছিলেন। এদিন তিনি সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”যত সেনা অগ্নিপথ প্রকল্পে নেওয়া হবে তার থেকে ৪৫% সেনাকে পরবর্তী সময়ে সরসরি সেনা অথবা প্যারামিলিটারিতে নিয়োগ দেওয়া হবে ৷ তাই সবাই চেষ্টা করবে নিজের সর্বচ্চো ক্ষমতা দিয়ে সার্ভিস করার ৷”
আরও পড়ুন: অগ্নিপথ করে বিজেপি ক্যাডার ও গুন্ডা তৈরির চেষ্টা করছে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, ”এছাড়াও যারা সেই সুযোগ পাবেন না তাঁরা যে পরিমান টাকা পাবেন তাতে নতুন করে অন্য কিছু করার চিন্তা করতে পারবেন ৷” তবে এদিন তিনি সম্প্রতি বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর অগ্নিবীরদের নিয়ে করা মন্তব্যে তীব্র সমালোচনা করে বলেন, ”কোনও রাজনৈতিক দলের নেতার অধিকার নেই সেনা বাহিনীর কর্মীদের সম্পর্কে কোন অপমান কর মন্তব্য করার” ৷