Big Breaking: বিরোধীদের সিদ্ধান্তে পড়ল সিলমোহর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা
Connect with us

দেশের খবর

Big Breaking: বিরোধীদের সিদ্ধান্তে পড়ল সিলমোহর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগে থেকেই জল্পনা ছিল। অবশেষে  ১৮’টি বিরোধী দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল আজ। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা। 

জাতীয় রাজনীতিতে আরও একবার নিজেদের এগিয়ে রাখল বাংলা তথা তৃণমূল কংগ্রেস। কে হবেন আগামী দিনের রাইসিনা হিলের উত্তরসূরী। উপযুক্ত প্রার্থী খুঁজতে দিল্লিতে গিয়ে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সেই বৈঠক থেকে শরদ পাওয়ার বা গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে আসলেও নানা কারণ দেখিয়ে দুই প্রবীণ রাজনীতিবিদই প্রত্যাখান করেছনে সেই প্রস্তাব। তারপরই রাজনৈতিক মহলের অন্দরে ঘোরাফেরা করছিল তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নাম। অবশেষে মঙ্গলবার দুপুরে ১৮টি বিরোধী দলের ঐক্য সিদ্ধান্তে পড়ল সিলমোহর। 

Advertisement

আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা, টুইট করে স্পষ্ট করলেন কারণ

জানা গিয়েছে, আগামী ২৭ জুন রাইসিনা হিলের উত্তরসূরী হওয়ার দৌড়ের লড়াইয়ে নামছেন যশবন্ত সিনহা। তৃণমূলের তরফে প্রস্তাবিত এই নাম এদিন ঘোষণা করেন NCP সুপ্রিমো শরদ পাওয়ার। সেই সঙ্গে TCR সহ দিল্লির আপ সরকারও বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। 

যশবন্ত সিনহা পার্থী হতেই টুইট বার্তায় ‘এর থেকে আর ভালো কেউ পার্থী হতে পারতেন না”। বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইট বার্তায় একই কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। 

Advertisement

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই তৃণমূল কংগ্রেস ছাড়েন  TMC-এর সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে হঠাৎ কেন তিনি তৃণমূল ছাড়ছেন, সেই জল্পনাও স্পষ্ট করে দেন।

 

তিনি বলেন, ”এখন সময় এসেছে বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করার। তাই দল থেকে সরে দাঁড়ালাম। বিরোধী শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। তাই এই সিদ্ধান্ত”। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.